অন্বেষণ কুইজে পুরস্কার বিজয়ী হলেন... | পাঠক ভাবনা | DW | 08.12.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজে পুরস্কার বিজয়ী হলেন...

মস্তিষ্কের কোষগুলির মধ্যে সংযোগকে কী বলা হয়? গত সপ্তাহান্তের অন্বেষণ কুইজে এ প্রশ্নেরই উত্তর জানতে চাওয়া হয়েছিল পাঠক ও দর্শক বন্ধুদের কাছে৷ সঠিক উত্তর, ‘সিন্যাপ্স'৷

প্রশ্নটির উত্তর দিয়েছেন মোট ৩৪১ জন বন্ধু৷ প্রতিবারের মতো এবারও সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷

এবারের বিজয়ী হয়েছেন মমিতা জামান শিকদার৷ প্রিয় মমিতা আপনাকে অভিনন্দন! দয়া করে আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলে বাংলার ফেসবুক পেজের ‘ম্যাসেজ বক্সে' পাঠিয়ে দিন৷ আর হ্যাঁ, আর একটি কথা, পূর্ব অভিজ্ঞতা আমরা দেখেছি বেশ কয়েকজন বন্ধু বিজয়ী হওয়ার পর দু'মাস চলে গেলেও তাঁরা তাঁদের ঠিকানা পাঠাননি৷ তারপর হঠাৎ করেই বহুদিন পর অভিযোগ করেন তাঁদের পুরস্কার কেন পাঠানো হয়নি বা এখনো কেন তাঁরা পাননি ইত্যাদি৷ তাই আমরা বিজয়ী বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করছি, বিজয়ী হওয়ার দু'সপ্তাহের মধ্যে ঠিকানা পাঠিয়ে দেবেন, তা না হলে পরে সেই পুরস্কারের জন্য বিজয়ী বন্ধুর আর কোনো দাবি থাকবে না৷ পুরস্কারটি পরবর্তীতে অন্য কোন বিজয়ী বন্ধুকে পাঠানো যেতে পারে৷

কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷

বন্ধুরা, অন্বেষণ কিন্তু এবার থেকে শুধু বাংলাদেশের একুশে টেলিভিশনে নয়, ভারতের ডিডি বাংলাতেও দেখা যাচ্ছে৷ সময়: প্রতি রবিবার, সকাল ১০টা৷

এছাড়া অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

এবার মতামত

পাঠক বন্ধু সাবিনা লিখেছেন, ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটা যখন মানুষ ভুলে যায়, তখন বিপর্যয় নেমে আসে মানুষের উপর৷ বাবরি মসজিদ ভেঙে দেওয়া নিয়ে প্রতিবেদনটি পড়ে তাই বুঝলাম৷ তাছাড়া ঘাস চাষ করেও ভাগ্য বদলানো যায়, জেনে ভালো লাগল৷ মানুষ চেষ্টা দিয়ে অনেক কিছুই করতে পারে, ‘ঘাস চাষে কোটিপতি' প্রতিদিন দেখে তাই মনে হলো৷ আমার ফেরত পাঠানো আইপডটি আপনারা হাতে পেয়েছেন কি? জানতে চাই৷ মোছা. সাবিনা জামান, স্বামী নুরুজ্জামান, বাদাউচ্চ, পাঁচগ্রাম, কালাই, জয়পুরহাট, বাংলাদেশ৷''

- বোন সাবিনা, আপনার ফেরত দেওয়া ‘আইপড' এখনো আমাদের হাতে আসেনি৷ ধন্যবাদ সকলকে৷ আর ডয়চে ভেলের সকল বন্ধুদের জন্য রইলো শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন