1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে সানিয়া-শোয়েবের নিকা কবুল

১২ এপ্রিল ২০১০

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন শোয়েব মালিকের বহু-প্রতীক্ষিত নিকা অনুষ্ঠান সোমবার সম্পন্ন হলো হায়দ্রাবাদের তাজ কৃষ্ণা হোটেলে৷

https://p.dw.com/p/MuUs
এখন শুধুই দু’জনে দু’জনারছবি: AP

নিরাপত্তা ও পারিবারিক গোপনীয়তা ছিল চোখে পড়ার মত৷ সোমবার দুপুরে হায়দ্রাবাদের তাজ কৃষ্ণা হোটেলের বল রুমে ২৩ বছরের ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও ২৭ বছর বয়সি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক নিকানামায় সই করে প্রথা অনুসারে কাজী আহমেদুল্লা পাশা এবং দুজন সাক্ষীর সামনে উচ্চারণ করলেন ‘কবুল'৷ দেনমোহর ৬১ লাখ টাকা৷ সানিয়ার পরনে ছিল ২৫ বছর আগে তাঁর মা নাসিমার বিয়ের লাল জরির শাড়ি৷ আর শোয়েব পরে ছিলেন, দিল্লির শান্তনু ও নিখিলের ডিজাইন করা কালো শেরওয়ানি৷ নিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর পক্ষ ও কনে পক্ষের নিকট আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধব মিলিয়ে ৭০-৭২ জন অতিথি৷ নিকার পর দুই পরিবারের সদস্যরা নমাজ পড়েন তারপর মধ্যাহ্নভোজ৷ ছিল বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি ও অন্যান্য মন পসন্দ পদ৷

বেশ কিছুদিন কাদা ছোঁড়াছুড়ির পর স্ত্রী বলে দাবিদার আয়েশা সিদ্দিকিকে তালাক দেন শোয়েব৷ হায়দ্রাবাদ পুলিশ শোয়েবের পাশপোর্ট আটক করার পর তা ফেরত না পাওয়ায় কাজী শুরুতে এই নিকা করাতে আপত্তি করেন৷ পরে পুলিশের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেবার পর কাজী এই নিকায় রাজি হন৷ হায়দ্রাবাদ পুলিশের এক বড় কর্তা জানান, আইনি প্রক্রিয়ার জন্য শোয়েব মালিকের পাশপোর্ট ফেরত দিতে আরো সপ্তাহ খানেক লাগবে৷

হোটেলের চারপাশে ছিল কড়া নিরাপত্তা৷ এমনকি মিডিয়ার প্রবেশও ছিল নিষেধ৷ মঙ্গলবার মেহেন্দি অনুষ্ঠান৷ তারপরের দিন সংগীত৷ পরিবেশন করবেন হায়দ্রাবাদের বিখ্যাত গজল শিল্পী তালাত আজিজ৷ পাবলিক রিসেপশন আগামি ১৫ই এপ্রিল৷ সোমবার যে নিকা অনুষ্ঠান হবে তা আগে জানানো হয়নি গোপনীয়তার কারণে৷ তাই অনেকেই এজন্য প্রস্তুত ছিলেন না৷

প্রতিবেদকঃ অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনাঃ আব্দুল্লাহ আল-ফারূক