1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবসর নিচ্ছেন লন্ডনে পলাতক পাকিস্তানি ক্রিকেটার জুলকারনাইন

৯ নভেম্বর ২০১০

পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অবস্থাটি ঠিক সুখকর নয়৷ স্কিপারসহ মোট তিন জন খেলায়াড়ের বহিস্কারের পর, সোমবার প্রাণনাশের হুমকির ভয়ে দুবাইয়ের হোটেল থেকে পালিয়ে লন্ডনে লুকিয়েছেন দলের উইকেটকিপার জুলকারনাইন হায়দার৷

https://p.dw.com/p/Q2Lf
উইকেটকিপার জুলকারনাইনছবি: AP

জানা গেছে, লন্ডনে পৌঁছে মঙ্গলবার জুলকারনাইন ঘোষণা করেছেন যে, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন৷ গতকাল দুবাই থেকে পালিয়ে লন্ডনে পৌঁছানোর পর আজ মঙ্গলবার জুলকারনাইন এ বক্তব্য দিলেন৷ পালানোর কারণ হিসেবে জুলকারনাইন যা জানিয়েছেন তা হচ্ছে - ম্যাচ ফিক্সিং না করলে তাঁকে নাকি মেরে ফেলা হবে এমন হুমকি দেওয়া হয়েছিল৷

জানা গেছে, দুবাইয়ের হোটেল থেকে সোমবার জুলকারনাইন পালিয়ে ঘন্টাখানেকের মধ্যেই লন্ডন পৌঁছেছিলেন৷ লন্ডন পৌঁছে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জুলকারনাইন জানিয়েছেন, তাঁকে ম্যাচ ফিক্সিং করতে বলা হয়েছিল৷ কেউ একজন তাঁকে জানিয়েছিল যে, হয় পাতানো ম্যাচ খেলতে হবে অন্যথায় মৃত্যু৷

তিনি বলেছেন, ‘আমি শেষপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি৷ কেননা, আমাকে এবং আমার পরিবারকে ক্রমাগত মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল৷ আমার জন্য অবসর নেওয়াটাই ভালো হবে৷'

Zulqarnain Haider Cricketspieler
পাকিস্তানের ক্রিকেট জগত আরও সংকটের মধ্যে ডুবে যাচ্ছেছবি: AP

পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা পঞ্চম এবং শেষ খেলাটির ঘন্টাখানেক আগে জুলকারনাইন দুবাই ছেড়েছিলেন৷ তাঁর এই রহস্যময় পলায়ন পাকিস্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার খেলায় খানিক বিপত্তিই ঘটিয়েছে৷ জানা গেছে, বিকল্প উইকেটকিপার হিসেবে শেষপর্যন্ত আদনান আকমলকে ডেকে আনতে হয়েছিল৷

হিথ্রো বিমানবন্দরে এই পাকিস্তানি ক্রিকেটার নাকি ঘন্টাচারেক ধরে স্থানীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তবেই লন্ডনে ঢুকেছেন৷ যদিও যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইবেন কি না সেসম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত তিনি নেন নি বলেই জানিয়েছেন তিনি৷ জুলকারনাইন বলেছেন, ‘রাজনৈতিক আশ্রয় চাইবো কিনা এসম্পর্কে আমি এখনো পর্যন্ত কোনকিছু ভাবিনি, আমার খুব একটা টাকা পয়সাও নেই যে একজন আইনজীবি রাখবো৷ এখন আমার একমাত্র চিন্তা বা দুশ্চিন্তা যাই বলি না কেন তা হচ্ছে, লাহোরে আমার পরিবারের নিরাপত্তার বিষয়টি৷'

চব্বিশ বছরের এই তরুণ ক্রিকেটার মাত্র একটি টেস্ট আর একদিনের চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন৷ জুলকারনাইন অবশ্য দল ছাড়া নিয়ে তেমন অনুতপ্ত নন৷ তিনি বলেছেন, যা সঠিক মনে হয়েছে, তাই তিনি করেছেন৷ তিনি বলেন, ‘এখনই এর বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না৷ কিন্তু ব্যাপার হচ্ছে - আমি কোন দুর্নীতি করতে পারবো না বা আমার দেশের বিরুদ্ধে যেতে পারবো না৷'

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, জুলকারনাইন তাঁকে দেওয়া এই হুমকি সম্পর্কেও কিছু জানান নি কিম্বা আকস্মিকভাবে দল ছেড়ে চলে যাওয়ার আগেও তাদের অনুমতি নেন নি৷ বিনা অনুমতিতেই এই তরুণ ক্রিকেটার পালিয়ে দুবাই ছেড়েছেন৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি জানিয়েছে - জুলকারনাইন রহস্যের পূর্ণ তদন্ত করা হবে, এর পেছনের কারণসমুহ এবং দলত্যাগ করে লন্ডন পলিয়ে যাওয়ার সবকিছু সবিশেষ খতিয়ে দেখা হবে৷

পিসিবির এক কর্তাব্যক্তি, তফাজ্জ্বল রিজভি জানিয়েছেন, জুলকারনাইনের এই অদ্ভুত কায়দায় পালানোর বিষয়টি ঘোলাটে৷ তবে এটি স্পষ্ট যে, এর ফলে পাকিস্তান ক্রিকেটের সম্মানের হানি হয়েছে৷ তিনি আরো বলেন, অবশ্য যদি সে সত্যিই সমস্যায় পড়ে থাকে সেক্ষেত্রে আমরা তাঁকে সর্বতোভাবে সহযোগিতা করবো কারণ সে দুর্নীতিবাজদের সহযোগিতা করেনি৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য