1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধ মাদকে বাচ্চারা কষ্ট পায় সবচেয়ে বেশি

১৫ ফেব্রুয়ারি ২০১১

বয়স্কদের চেয়ে অপেক্ষাকৃত কম বয়সের ছেলে মেয়েদের বেশি ক্ষতি করে থাকে অবৈধ ওষুধ ও মাদক৷ সম্প্রতি নিউজিল্যান্ডের গবেষকদের বিশ্লেষণ থেকে এই বিষযটি বেরিয়ে এসেছে৷

https://p.dw.com/p/10HDK
শিশুদের শরীরেও প্রভাব ফেলে মেথামফেটামিনছবি: AP

বিজ্ঞানীরা গত দু'বছর ৩৬ জন শিশুর উপর এই গবেষণা চালান৷ ‘দ্য ইন্সটিটিউট অফ এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড রিসার্চ' বলছে, তারা রেজিষ্টারভূক্ত উঁচু মানের মেথামফেটামিন দিয়ে শিশুদের উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, ঐ সব শিশুদের ৯০ শতাংশই দীর্ঘসময় পর্যন্ত সেই মাদকটি শোষণ করতে পারে কিংবা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মাদকটি গ্রহণ করতে পারে৷

টক্সিকলোজিস্ট টম বাসিনডালে বলেন, ১৬ মাস বয়সী জমজ শিশুর মধ্যে এই ওষুধের প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে৷ এক শিশুর চুলের নমুনায় তার শরীরে সবচেয়ে বেশি মেথামফেটামিন পাওয়া গেছে৷ তিনি আরও বলেন, গবেষণাটিতে দেখা গেছে, বয়স্কদের মতো শিশুদের শরীরেও প্রভাব ফেলে মেথামফেটামিন৷ ফলে এই ওষুধের কারণে মানসিক অবসাদ এবং ঘুম না হওয়ার মতো সমস্যাগুলো দেখা গেছে শিশুদের বেলায়ও৷

নিউজিল্যান্ডের পুলিশ বলছে, ‘আইস' কিংবা ‘পি' নামে পরিচিত ওষুধগুলো দেশটির ছোটোখাটো ল্যাবরেটরিতেও তৈরি করা হচ্ছে৷ আর ওষুধের ক্ষেত্রে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ বিভিন্ন হত্যা এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা গেছে এই ওষুধটি গ্রহণ করতে৷

ডাক্তার টেরেসা উডেস৷ আউকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘মানসিক ওষুধ' বিভাগের শিক্ষক৷ তিনি বলেন, গবেষনায় দেখা গেছে, শিশুদের উপর প্রভাব ফেলতে পারে এইসব ওষুধের এমন অনেকগুলো পথ খোলা রয়েছে৷ টেরেসা বলেন, শিশুরা কার্পেটের উপর খেলতে খেলতে এবং আসবাপপত্রের মাধ্যমেও মেথামফেটামিনের সংস্পর্শে আসতে পারে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়