1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিন্ন নদী ৫৪, চুক্তি শুধু গঙ্গা নিয়ে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১২ জুন ২০১৭

বাংলাদেশের সঙ্গে ভারতের অভিন্ন নদী ৫৪টি৷ কিন্তু এর মধ্যে পানিবণ্টন নিয়ে চুক্তি আছে শুধু গঙ্গা নিয়ে৷ অভিযোগ আছে, সেই গঙ্গা চুক্তিতে ন্যায্যতা মানা হচ্ছে না৷ তিস্তার পানিবণ্টন চুক্তি ঝুলে আছে গত পাঁচ দশক ধরে৷

https://p.dw.com/p/2eRif
Bichnakandi Bangladesch Tourismus Landschaft
ছবি: DW/M. Mamun

সাধারণ হিসেবে ভারত থেকে ৫৩টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে৷ আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একটি নদী৷ আর সেই নদীটি হলো কুলিক নদী৷ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে উৎপত্তি হয়ে এটি ভারতে প্রবেশ করেছে৷ এই ৫৪ নদীর মধ্যে মাত্র একটি নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে৷ আর তা হলো গঙ্গা নদী৷ কিন্তু সেই নদীর পানির প্রবাহ হিসাব করা হয় ফারক্কা পয়েন্টে৷ তবে ফারাক্কা পয়েন্টের আগেই অনেক পানি প্রত্যাহার করে নেয়ায় গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পায় না বলে অভিযোগ৷

এছাড়া পাঁচ দশক ধরে তিস্তা চুক্তি নিয়ে কথা হলেও কোনো ফল আসছে না৷

নানা সূত্রে জানা যায়, ১৯৭৭ সালের গঙ্গা চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশকে কমপক্ষে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল৷ ১৯৮২ সালে তা পরিবর্তন করে শুকনো মৌসুমে নজিরবিহীন কম প্রবাহ হলে তা ভাগাভাগির ফর্মুলা বের করা হয়৷ ১৯৯৬ সালের চুক্তিতেও এমন বিধান রয়েছে৷ ১৯৯৭ সালে শুকনো মৌসুমে বাংলাদেশ গঙ্গা থেকে ১০ হাজার কিউসেক পানি পেতেও ব্যর্থ হয়৷ পরে তা নেমে আসে ৩ হাজার কিউসেকের নীচে৷

Sheikh Rukon - MP3-Stereo

নদী রক্ষা বিষয়ক সংগঠন ‘রিভারাইন পিপল'-এর সাধারণ সম্পাদক শেখ রোকন ডয়চে ভেলেকে বলেন, ‘‘গঙ্গা চুক্তির ফলে বাংলাদেশের ৪৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা। তবে শুকনো মৌসুমে পানি তেমন পাওয়া যায় না৷ ফারাক্কা ব্যারাজ পয়েন্টে পানি পরিমাপ করা হয়, সেখানেই শুষ্ক মৌসুমে পানি থাকে না৷ গঙ্গার উৎপত্তি হিমালয় থেকে৷ কিন্তু গঙ্গার উজানে উত্তর প্রদেশ, বিহারসহ আরো অনেক প্রদেশে  অনেক বাঁধ ও ড্যাম আছে৷ সেখান থেকে পানি প্রত্যাহার হয়৷ ফলে ফরাক্কা পয়েন্টে পানি মাপার আগেই অনেক পানি প্রত্যাহার হয়৷ ওই পয়েন্ট অনেক কম পানি থাকে৷ ফলে মোট পানি প্রবাহের হিস্যা বাংলাদেশ পায় না৷''

উত্তর প্রদেশ বা বিহারে অবাধে পানি প্রত্যাহার করে ভারত৷ এর হিসেবও দিতে চায় না৷ ভারত উজানের দেশ হিসেবে নদীর পানি প্রত্যাহার করে যে উদাহরণ সৃষ্টি করেছে, তাতে প্রলুব্ধ হচ্ছে চীন৷ চীনও ব্রহ্মপুত্রের পানি একতরফা সরিয়ে নিতে চায়৷ সেখানে অবশ্য ভারতের উদ্বেগ আছে৷

বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন তিস্তার পানি৷ বাংলাদেশ পাঁচ দশক ধরে তিস্তা পানি চুক্তির চেষ্টা করছে৷ সর্বশেষ ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তিতে রাজি হলেও তিস্তার পথে এখন বাধা পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়৷ আর তিস্তা চুক্তি হলেও তা হবে সিকিম এবং পশ্চিমবঙ্গের উজান থেকে পানি প্রত্যাহারের পর গজলডোবায়৷ ভাগের আগেই ভারত অনেক পানি প্রত্যাহার করে নেবে৷

সংবাদ মাধ্যম এবং নানা গবেষণা থেকে জানা যায়, স্বাধীনতার পর ১৯৮৩ সালে তিস্তা নিয়ে প্রথম একটি সমঝোতা হয়৷ সমঝোতা অনুসারে তিস্তার ৩৯ শতাংশ ভারত ও ৩৬ শতাংশ বাংলাদেশের পাওয়ার কথা৷ বাকি ২৫ শতাংশের বড় অংশ বাংলাদেশে ব্রহ্মপুত্র পর্যন্ত তিস্তার গতিপথকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন৷ কিন্তু ভারত তা কখনোই মানেনি৷ 

১৯৮৬ সালে দুই দেশের জয়েন্ট কমিটি অব এক্সপার্টের সভায় বাংলাদেশ নদীর পানি ভাগাভাগির রূপরেখায় ব্রহ্মপুত্র নদের ৭৫ শতাংশ, তিস্তাসহ আটটি বড় নদীর (পদ্মা ও মেঘনা ছাড়া) পানির ৫০ শতাংশ দাবি করে৷ পরে বাংলাদেশ নির্দিষ্টভাবে ২০ শতাংশ পানি তিস্তার নাব্যতার জন্য রেখে দিয়ে বাকি ৮০ শতাংশ সমান ভাগে ভাগ করার প্রস্তাব দেয়৷

তবে শেখ রোকন বলেন, ‘‘তিস্তা এবং মনু এই দু'টি নদী ভারত বাংলাদেশের বিশেষ নদী৷ এই দু'টি নদীতে বাংলাদেশ ব্যারাজ দিয়েছে, ভারতও ব্যারাজ দিয়েছে৷ তিস্তায় শুকনো মৌসুমে পানি থাকে মাত্র পাঁচ হাজার কিউসেক৷ আর তিস্তায় বাংলাদেশ ও ভারতের যে দুটো ব্যারাজ আছে, তার পানি প্রত্যাহার ক্ষমতা ২৫ হাজার কিউসেক৷ শুষ্ক মৌসুমে ভারতের প্রত্যাহার করার ক্ষমতা ১৫ হাজার কিউসেক এবং বাংলাদেশের ১০ হাজার কিউসেক৷ তাই পানি বণ্টন চুক্তি করে দু'টি ব্যারাজ চালনো যাবে না৷ তাই প্রয়োজন অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা বা বেসিন ওয়াইজ ম্যনেজমেন্ট৷ তবে চুক্তি হওয়া প্রয়োজন৷ পানি থাক বা না থাক যতদিন পর্যন্ত না চুক্তি হচ্ছে, ততদিন পর্যন্ত ভাটির দেশ হিসেবে তিস্তার ওপর বাংলাদেশের অধিকার স্বীকৃত হচ্ছে না৷ পানি না থাকলে কোনো দেশই পাবে না৷ পানি থাকলে পাবে৷''

‘রিভারাইন পিপল'-এর সাধারণ সম্পাদক আরো বলেন, ‘‘তিস্তায় পানি নেই এটা একটা প্রচারণা৷ স্যাটেলাইট ইমেজ বা গুগল ইমেজ থেকে তিস্তার পানি স্পষ্ট৷ গজলডোবা থেকে তিস্তার পানি মহানন্দায় নেয়া হচ্ছে৷ মহানন্দা একটা অভিন্ন নদী৷ সেখানেও ব্যারাজ আছে৷ সেখান থেকে পানি নেয়া হয় ডাহুকে৷ সেখানে একটি ব্যারাজ আছে৷ এই তিনটি নদীই বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী৷ এই তিন নদীতে বাংলাদেশেরও অধিকার আছে৷ এই তিনটি নদীই তারা বন্ধ করে পশ্চিমবঙ্গে সেচ এবং ডাহুকে বিদ্যুৎ প্রকল্প করেছে৷''

ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাংলাদেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে৷ আন্তঃনদী সংযোগ প্রকল্প কংগ্রেস সরকার বাস্তবায়নে অনীহা দেখালেও মোদী সরকার এটা নিয়ে কাজ করছে৷ আর ভারতের আদালতের একটা রায়ও আছে এটা বাস্তবায়ন করতে৷ আন্তঃনদী সংযোগের মাধ্যমে ব্রহ্মপুত্র থেকে পানি ভারতের মধ্যাঞ্চল ও দক্ষিণাত্বে নিয়ে যাওয়া হবে৷ ভারত ব্রহ্মপুত্র থেকে পানি মানস, সন্তোষ, ধরলা, তিস্তায় ক্যানাল করে নিয়ে যাবে৷ তারপর পাঞ্জাব, মহানন্দা, বিহার হয়ে পানি নিয়ে যাবে৷ তিস্তা থেকে মেচি, ডাহুক এবং মহানন্দায় পানি নিচ্ছে ভারত৷

শেখ রোকন বলেন, ‘‘মমতা বন্ধ্যোপাধ্যায় তোরসা এবং জলঢাকার পানি তিস্তায় নেয়ার প্রস্তাব দিয়েছেন৷ সহযোগিতার নামে এখন তারা আন্তঃনদী সংযোগ বাস্তবায়ন করতে চাইছে৷ ছোট ছোট প্রকল্প আকারে বাস্তবায়ন করছে৷''

তিনি বলেন, ‘‘আমরা ( বাংলাদেশ)  ৫৩টি নদী থেকে যে পানি পাই তার ৫০ ভাগ আসে ব্রহ্মপুত্র থেকে৷ একদিকে ব্রহ্মপুত্র, অন্যদিকে বাকি নদীগুলো৷ আসাম অঞ্চলের ৪২টি নদীর পানি আসে ব্রহ্মপুত্রে৷ সেই পানি বাংলাদেশ পায়৷ তাই ব্রহ্মপুত্রের পানি যদি প্রত্যাহার হয় আন্তঃনদী সংযোগের মাধ্যমে, তাহলে তা হবে আমাদের প্রতিববেশ, পরিবেশ, পানির জন্য বিপর্যয়কর৷''

পানি এবং আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ প্রকৌশলী মো. ইমামুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘ন্যায্যতার জন্য চুক্তি থাকতে হবে৷১৯৯৭ সালে আন্তর্জাতিক নদী ব্যবহারের যে কনভেনশন, তা গঙ্গা চুক্তিতে অনেকটাই মানা হচ্ছে না৷ তবুও চুক্তি না থাকার চেয়ে চুক্তি থাকা ভালো৷ এর মূল্য আছে৷ জাতিসংঘের কনভেনশনে বলা আছে, উজানের দেশ নদীকে এমনভাবে ব্যবহার করবে না, যাতে ভাটির দেশের ক্ষতি হয়৷ আমাদের সব নদী নিয়েই ভারতের সঙ্গে চুক্তি হওয়া প্রয়োজন৷ তিস্তার জন্য চেষ্টা চলছে৷ ফেনী নদী আলোচনায় আসছে৷''

Imamul Haq - MP3-Stereo

নদী বিশেষজ্ঞ প্রকৌশলী মো. ইমামুল হক জানান, ‘‘দানিউব, মিশরের নীল নদ, মেকং একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত৷ ১০-১২টি দেশ মিলে যৌথ ব্যবস্থাপনা করছে৷ আমরা তা এখনো করতে পারিনি৷ ভারতের ভিতরেও তামিনাড় সীমান্তে যে কাবেরি নদী আছে তা নিয়ে বিরোধ আছে৷''

তিনি বলেন, ‘‘ভারতের মেঘালয় থেকে দুষণ আসছে৷ হাওর দূষিত হচ্ছে৷ মাছ মারা যাচ্ছে৷ এটা নিয়েও ভারতের সঙ্গে আমাদের কথা বলা প্রয়োজন৷''

একই কথা বলেন নদী গবেষক আলতাফ পারভেজ৷ তিনি বলেন, ‘‘যৌথ নদী ব্যবস্থাপনা প্রয়োজন৷ তা থাকলে আমরা অন্তত একদিন আগে জানতে পারতাম মেঘালয়ের পাহাড় থেকে পানির ঢল নামবে৷ আমরা হাওড়ে সতর্ক হতে পারতাম৷''

আলতাফ পারভেজ বলেন, ‘‘অববাহিকাভিত্তিক নদী ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছে৷ এটা হলে অববাহিকার লোকজন নদীর সব সুফল পাবেন৷''

তবে ইমামুল হক মনে করেন, ‘‘এরমধ্যে একটা করপোরেট চিন্তায় আছে৷ আগে প্রতিটি নদী নিয়ে চুক্তির মাধ্যমে ভাটি অঞ্চলে নদীর অধিকারে স্বীকৃতি আদায় করতে হবে৷

আর এটা আদায় করতে হলে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনকে সক্রিয় করতে হবে৷ অনেক দিন ধরে  এই কমিশনের কোনো খবর নাই৷ এই কমিশনের মাধ্যমে নিয়মিত অভিন্ন নদী নিয়ে কাজ করতে হবে৷ বাংলাদেশকে তাদের দাবি তুলতে হবে শক্তভাবে, তথ্য-উপাত্ত দিয়ে৷ আবেগ দিয়ে নয়৷''

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য