1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসন প্রত্যাশীদের নিয়ে উদ্বেগ বেড়েছে ইউরোপে

১৬ এপ্রিল ২০১৫

ভূমধ্যসাগরে ৪০০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা ইউরোপে উদ্বেগ আরো বাড়িয়েছে৷ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে ইউরোপমুখী মানুষ বাড়ছে৷ সাগরেই সলিল সমাধি হচ্ছে অনেকের৷ গত এক বছরে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ নিয়েছে৷

https://p.dw.com/p/1F9I3
Italien Untergang Flüchtlingsboot - gerettete Flüchtlinge aus Lybien
ছবি: picture-alliance/AP Photo/C. Montanalampo

লিবিয়া থেকে ইটালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে আনুমানিক ৫৫০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায় একটি জাহাজ৷ ১৪০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়৷ এ ছাড়া খুঁজে পাওয়া গেছে ৯টি মৃতদেহ৷ বাকিদের উদ্ধারের কোনো সম্ভাবনা নেই, কেননা জাহাজটি গভীর সমুদ্রে তলিয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতাই বন্ধ ঘোষণা করা হয়েছে৷

অভিবাসন প্রত্যাশীদের এমন করুণ পরিণতি নতুন কিছু নয়৷ ২০০০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ২২ হাজার মানুষ অবৈধ উপায়ে জলপথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে গত এক বছরে অভিবাসন প্রত্যাশীদের চাপ এবং মৃত্যুর হার অনেক বেড়েছে৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার আন্টোনিয়ো গুটেরেস জানিয়েছেন, গত বছর ভূমধ্যসাগর দিয়েই ইউরোপে প্রবেশ করার চেষ্টা করেছে অন্তত ২ লক্ষ ১৯ হাজার মানুষ৷ মারা গেছেন কমপক্ষে সাড়ে তিন হাজার অভিবাসন প্রত্যাশী৷ ২০১৩ সালে মৃতের সংখ্যা সেই তুলনায় অনেক কম ছিল৷ সেবছর মারা গিয়েছিল ৬০০ জন৷ গত বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মারা গিয়েছিল ১৭ জন৷ একই সময়ে এ বছর মারা গেছে ৯০০ মানুষ৷

Italien Untergang Flüchtlingsboot - gerettete Flüchtlinge aus Lybien
উদ্ধারকৃতদের কয়েকজনছবি: picture-alliance/AP Photo/C. Montanalampo

স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে৷ কয়েকদিন আগে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের সন্ধান শুরু করে ইটালি৷ পাঁচ দিনেই উদ্ধার করা হয় ১০ হাজার মানুষ৷ ধরা না পড়লে তাদের কেউ কেউ হয়তো ঢুকে পড়তেন ইটালিতে, আবার অনেকেই হয়তো চলে যেতেন জীবনের ওপারে৷

হয় নতুন জীবন, নয়তো মৃত্যু- এই দুই বিকল্পকে মাথায় রেখেই দেশ ছাড়ছেন হাজার হাজার মানুষ৷ ঠিক কতজন মৃত্যু বরণ করছেন তার সঠিক সংখ্যা নিরূপণের কোনো উপায় নেই৷ তীর থেকে অনেক দূরে জাহাজ ডুবলে সব যাত্রী গভীর সমুদ্রে তলিয়ে যায়৷ উদ্ধার প্রচেষ্টা সফল হওয়ার ক্ষীণতম সম্ভাবনাও থাকেনা৷ অনেক ক্ষেত্রেই হাল ছেড়ে দিতে হয় আগেভাগে৷ তাই অভিবাসন প্রত্যাশীর সংখ্যাবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে অকালমৃত্যুর হার৷ অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ ইউরোপেও উদ্বেগ, উৎকণ্ঠা এবং শঙ্কা বেড়েই চলেছে৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য