1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অযোধ্যা-কাণ্ড সত্ত্বেও সম্প্রীতির ডাক বলিউড তারকাদের

১ অক্টোবর ২০১০

অযোধ্যা মামলার রায়কে পরিপক্ক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন বলিউড সেলেব্রিটিরা৷ মামলার রায় বের হওয়ার আগেই বলিউড ব্যক্তিত্বরা তাদের ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন৷

https://p.dw.com/p/PS2q
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াছবি: UNI

জনগণকে বারবার শান্ত থাকার আহ্বান জানানোর পাশাপাশি রায়ের প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানান তারা৷ অস্কারের জন্যে মনোনীত চলচ্চিত্র ‘ব্যান্ডিট কুইন' এবং ‘এলিজাবেথ'-এর পরিচালক শেখর কাপুর মামলার রায় সম্পর্কে টুইটারে লেখেন, আদালতের রায়ের মধ্যে পরিপক্কতার ছাপ রয়েছে৷

বলিউডের প্রথমসারির অভিনেতা ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রীতি জিন্তাও টুউটারে আলোচনা করেন৷ প্রীতি লেখেন, ‘‘প্রাপ্ত বয়স্ক আচরণ এবং একাত্মতা প্রকাশের জন্যে সবাইকে ধন্যবাদ৷ গণমাধ্যম ও সরকার সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে৷'' ঋত্বিক খুব ছোট্ট করে লেখেন, ‘‘আপনারা শান্তি বজায় রাখুন'' এবং এরপরে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার বার্তাটিই পুনরায় টুইট করেন৷ বৃহস্পতিবার বিকেলে মামলার রায় ঘোষণার পরে বলিউড অভিনেত্রীরাই প্রথমে সামাজিক নেটওয়ার্কিং যোগাযোগ ব্যবহার করেন৷

Der indische Bollywood-Star Hrithik Roshan
ঋত্বিক খুব ছোট্ট করে লেখেন, ‘‘আপনারা শান্তি বজায় রাখুন''ছবি: UNI

রায় ঘোষণার পরেই প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘‘রায় নিয়ে পক্ষে বিপক্ষে মতামত ছাড়াও সহিংসতার বিরুদ্ধে আপনার মতামত জানান৷ এবং আমি সবসময়ই বলবো শান্তি বজায় রাখুন৷'' প্রিয়াঙ্কার পরেই আরশাদ ওয়ারসি লিখেন, ‘‘আসুন, রায় মেনে নিই এবং নিউজ চ্যানেলগুলোতে আইনজীবী ও তাদের মতামত অগ্রাহ্য করি৷ মানবতাই আমাদের ধর্ম হওয়া উচিৎ৷ ''

গুল পানাং লিখেন, ‘‘লড়াই করার জন্যে দুই পক্ষকে খুব কমই সুযোগ দিয়েছে অযোধ্যা মামলার রায়৷ অনেকটা বাবা-মা দুজনকেই যৌথভাবে কারাগারে রাখার মতো অবস্থা৷ অযোধ্যা মামলার রায়ে বলা যায়, ভারসাম্য বজায় রাখা হয়েছে এবং একই সঙ্গে মনে রাখার মতো ইতিহাস৷''

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন