1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অযোধ্যা মামলার রায় ঘোষণার বাধা দূর হল

২৮ সেপ্টেম্বর ২০১০

অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার ওপর স্থগিতাদেশের আর্জি মঙ্গলবার খারিজ করে দিলেন ভারতের সুপ্রীম কোর্ট৷

https://p.dw.com/p/POSe
রামমন্দিরের মডেল –উগ্রবাদী হিন্দুদের স্বপ্নছবি: AP

এলাহাবাদ হাইকোর্টের রায়দান পিছিয়ে দেবার পক্ষে ও বিপক্ষে আর্জি জানিয়েছিল একাধিক পক্ষ৷ আগামী বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ৷

৬০ বছর ধরে ঝুলে থাকা রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার পথে আর কোন বাধা রইল না৷ এলাহাবাদ হাইকোর্টের রায় ঘোষণার কথা ছিল গত ২৪শে সেপ্টেম্বর৷ এই রায়ের জেরে দেশে অশান্তি ছড়াতে পারে, এই যুক্তিতে সুপ্রীম কোর্টে স্থগিতাদেশের আর্জি জানিয়ে অবসরপ্রাপ্ত আমলা রমেশ ত্রিপাঠি আদালতের বাইরে দুই সম্প্রদায়ের মধ্যে আপোষরফার সুযোগ দেবার কথা বলেন৷ কিন্তু হিন্দু ও মুসলিম ধর্মীয় সংস্থাগুলি রায়দান অনন্তকাল স্থগিত রাখার পক্ষপাতী নয়৷

Soldaten patroullieren durch die Straßen in Ayodhia Indien
অযোধ্যার রাজপথে নিরাপত্তা বাহিনীছবি: AP

প্রধান বিচারপতি এস. এইচ কাপাডিয়ার নেতৃত্বে তিন বিচারকের সুপ্রীম কোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট সব পক্ষের শুনানি গ্রহণ করে আজ এলাহাবাদ হাইকোর্টের রায় ঘোষণার ওপর থেকে স্তগিতাদেশ তুলে নেন৷ আগামী বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ তার রায় দেবেন৷ তবে এই রায়ই শেষ নয়, রায়ের বিরুদ্ধে যে-কোন পক্ষ সুপ্রীম কোর্টে আপীল করতে পারবে৷

সুপ্রীম কোর্টের আজকের রায়ে সন্তোষ প্রকাশ করেছে সুন্নি ওয়াকফ বোর্ড, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, আর এস এস, কংগ্রেস৷ আর এস এস-এর রাম মাধব বলেন, রায় পিছিয়ে দেবার একটা অহেতুক চেষ্টা চলছিল৷ তবে এই সঙ্গে সব পক্ষ জনসাধারণের কাছে আবেদন রেখেছে যে, রায় যার পক্ষেই যাক, শান্তি যেন বজায় থাকে৷

এলাহাবাদ হাইকোর্ট রায় দেবেন বাবরি মসজিদ ভাঙ্গার ওপর নয়, রায় দেবেন এই সব বিবাদের ওপর৷ যেমন,অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিই কি রামের জন্মস্থল? বাবরি মসজিদের আগে কি সেখানে কোন মন্দির ছিল ? সেই মন্দির ভেঙেই কি বাবরি মসজিদ গড়া হয়েছিল ?

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন