1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্রিট আর্ট

কিয়র্স্টিন শুমান/এসবি২২ অক্টোবর ২০১৫

শিল্প সৃষ্টির জন্য কী কী লাগে? শুধু কাগজের টুকরো ভাঁজ করে পাখি, নৌকা, মাছ ইত্যাদি অনেক কিছুই তৈরি করতে শেখায় জাপানের ‘অরিগামি'৷ ফ্রান্সের এক শিল্পী আরও এক ধাপ এগিয়ে অরিগামি-কে স্ট্রিট আর্ট-এর পর্যায়ে নিয়ে গেছেন৷

https://p.dw.com/p/1Gs9I
DW Euromaxx Origami EINSCHRÄNKUNG
ছবি: DW

অরিগামি কাগজ ভাঁজ করা ছাড়া কিছুই নয়৷ ২৯ বছর বয়সি শিল্পী মাদমোয়াজেল মোরিস প্যারিসে তাঁর ছোট্ট স্টুডিওয় কাজ করেন৷ শুধু বই পড়েই এই বিদ্যা রপ্ত করেছেন তিনি৷ তিনি পাঁচটি মোটিফ ব্যবহার করেন – সাধারণ পাখি, সারস পাখি, বাতাস, জাহাজ ও ফুল৷ এগুলি যাকে বলে, অরিগামি জগতের ক্ল্যাসিক৷ মাদমোয়াজেল মোরিস বলেন, ‘‘একটি ইনস্টলেশনের জন্য ৮০০ থেকে ১,৫০০টি পিস লাগে৷ সাইজ ও সারফেসের উপর নির্ভর করে৷''

উচ্চশিক্ষার পর মাদমোয়াজেল মোরিস স্থপতি হিসেবে কাজ করেছেন৷ কিন্তু সেই পেশা তাঁর জন্য তা যথেষ্ট সৃজনশীল ছিল না৷ শিল্পজগতে নিজস্ব স্টাইল খুঁজে পেতে তাঁর কিছুটা সময় লেগেছিল৷ প্রথমে তিনি ‘ফিশ আই লেন্স' দিয়ে ছবি তোলেন৷ তারপর তিনি সুতো দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন৷ তাঁর প্রথম স্ট্রিট আর্ট উপহারের মোড়কের ফিতে দিয়ে তৈরি৷ অরিগামি-র মধ্যে তিনি স্ট্রিট আর্টের নতুন এক রূপ খুঁজে পেয়েছেন৷ তাঁর সৃষ্টি যে অনন্তকাল টিকতে পারে না, সেটাও কনসেপ্টের অংশ৷ ফরাসি শিল্পী মাদমোয়াজেল মোরিস বলেন, ‘‘আমি এমন ইনস্টলেশন তৈরি করতে চাই, যা টেকসই নয়৷ এই সৃষ্টি আমাদের মানবিক অস্তিত্বের প্রতিফলন – সেটাও তো অস্থায়ী৷ এই সত্য আমাকে নিজের কাজ নিয়ে মাতামাতি না করতে সাহায্য করে৷''

২০১৩ সালে ফ্রান্সের পশ্চিমে রাব্লে-সুয়র-লেয়ঁ অঞ্চলে তিনি প্রথম বড় প্রদর্শনী আয়োজন করেছিলেন৷ ১২০ বর্গ মিটার এলাকায় ৪০টিরও বেশি শিল্পকীর্তি তুলে ধরা হয়েছিল৷ তার মধ্যে ছিল পুনর্ব্যবহারযোগ্য কাগজ দিয়ে তৈরি পোর্ট্রেট৷ সৃষ্টির মাধ্যমে মাদমোয়াজেল মোরিস পরিবেশ সম্পর্কে আরও সচেতনতা সৃষ্টি করতে চান৷ কয়েকটি কাজের মাধ্যমে তিনি জঙ্গলে মাত্রাতিরিক্ত কাঠ কাটার বিষয়টি তুলে ধরতে চান৷ নিজের কাজের মাধ্যমে মাদমোয়াজেল মোরিস মানুষের চিন্তাভাবনা জাগিয়ে তুলতে চান৷ সে কাজে তিনি সফলও হচ্ছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য