1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে কুং ফু চান জ্যাকি চ্যান

২৩ আগস্ট ২০১০

হলিউডের মার্শাল আর্ট স্টার জ্যাকি চ্যান৷ অভিনয়ের পাশাপাশি যে কাজটি তিনি অবলীলায় করেন, তা হচ্ছে কুং ফু৷ চীনের বাইরে যা উশু কুং ফু নামে পরিচিত৷ সেই চ্যানের পরামর্শ, কুং ফু-কে আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের অন্তর্ভুক্ত করতে হবে৷

https://p.dw.com/p/Ou2b
Jackie Chan
মার্শাল আর্ট স্টার জ্যাকি চ্যানছবি: AP

একটি থিম সং রেকর্ড করতে বেইজিং-এ গিয়েছিলেন জ্যাকি৷ সেখানকার রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘চাইনা ডেইলি' সংবাদপত্র চ্যানের বরাত দিয়ে জানিয়েছে, ''উশু আমি ভীষণ ভালোবাসি, ভবিষ্যতে অলিম্পিক গেমস-এ উশু-কে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখতে পেলে খুবই খুশি হবো৷'' রবিবার চীনের বিভিন্ন গণমাধ্যমের খবরে এই খবর দেয়া হয়েছে৷

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই ও সি, কুং ফু-কে খেলা হিসেবে স্বীকৃতি দিলেও, এশিয়ার অন্যান্য মার্শাল আর্ট তায়কোয়ান্দো বা জুডোর মতই, কুং ফু-কেও অলিম্পিকে অন্তর্ভুক্ত করেনি৷ তবে ২০০৮ সালে বেইজিং গেমস-এর একই সময়ে কুং ফু প্রদর্শনের জন্যে আই ও সি চীনকে অনুমতি দিয়েছিল৷ ঐ সময়ে আরেক হলিউড ও কুং ফুস্টার – জেট লী উপস্থিত ছিলেন৷ চীন বলছে, উশু বা কুং ফু খেলার বিভিন্ন স্টাইল রয়েছে, রয়েছে বহু স্কুল, যে কারণেই এটিকে আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের অন্তর্ভুক্ত করা যেতে পারে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন