1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রীতি ম্যাচ

১৫ আগস্ট ২০১৩

ফিফার তালিকায় জার্মানি দ্বিতীয়, প্যারাগুয়ে উনপঞ্চাশতম৷ প্রীতি ম্যাচটি হয়েছে জার্মানিতেই৷ প্যারাগুয়ে যে এক গোলে, দু গোলে আর তারপর এক পর্যায়ে ৩-২-এ এগিয়ে থেকে শেষে ৩-৩ ড্র করবে, কে ভাবতে পেরেছিল!

https://p.dw.com/p/19QML
ছবি: picture-alliance/dpa

এমনকি জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ারকেও পরে বলতে শোনা গেছে, ‘‘এটা একটা সতর্ক সংকেত হওয়া উচিৎ৷'' খেলার ১৫ মিনিট বাকি থাকতে বায়ার লেভারকুজেনের লার্স বেন্ডার শেষ সমতাসূচক গোলটি না দিলে জার্মানিকে কাইজার্সলাউটের্নে ৩-২ গোলে হারতেই হতো৷ সেপ্টেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রিয়ার মুখোমুখি হবে জার্মানি৷ ‘‘সেখানে আমাদের এভাবে খেললে চলবে না'', বলেছেন নয়ার৷

বুধবারের প্রীতি ম্যাচটা ছিল এক হিসেবে জার্মানির ২০১৪ বিশ্বকাপ অভিযানের উদ্বোধন৷ বায়ার্ন মিউনিখের বাস্টিয়ান শোয়াইনস্টাইগার এবং মারিও গোয়েটৎসে ছাড়া পুরো দলই ছিল কোচ ইওয়াখিম ল্যোভের তাঁবে৷ কিছুটা লোক দেখিয়ে. বড় গলা করেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনগুলো করেছিলেন তিনি৷ ফ্রিটৎস-ভাল্টার-স্টেডিয়ামের সাড়ে সাতচল্লিশ হাজার দর্শকও মাঠে গিয়েছিল অনেক প্রত্যাশা নিয়ে , কিন্তু শেষমেশ জাতীয় দলকে শিস আর দুয়ো দিয়েই বিদায় নিয়েছেন তাঁরা৷

‘‘প্রথম দশ থেকে পনেরো মিনিট আমাদের একাগ্রতা এবং কৌশল দুটোরই অভাব ছিল'', স্বীকার করেছেন জার্মানির কোচ ল্যোভ৷ নয়তো প্যারাগুয়ের স্ট্রাইকার হোসে আরিয়েল নুনেজ আর মিডফিল্ডার উইলসন ফিত্তোনি গোল দুটো করতে পারতেন না৷ পরে ইলকাই গুন্ডোগান আর থমাস ম্যুলারের গোলে জার্মানি খেলা ২-২-এ দাঁড় করায় বটে, কিন্তু বিরতির পরেই প্যারাগুয়ের উইঙ্গার মিগুয়েল সামুদিও অতিথিদের হয়ে তৃতীয় গোলটি করেন৷ তারপর লার্স বেন্ডারের গোলটির অপেক্ষা, যাতে জার্মানির মুখরক্ষা হয় - সেটাও হয়তো বেশি বলা হয়ে গেল৷ তাতে জার্মানি কান কাটা যাওয়া থেকে বাঁচে - এভাবে বলাই ভালো৷

Fußball Deutschland Paraguay
তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছে জার্মানিছবি: Reuters

খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখার মতো৷ ডিফেন্ডার মাট্স হুমেল্স, যাঁর ভুলেই প্যারাগুয়ে দ্বিতীয় ও তৃতীয় গোলটি করতে পেরেছে, আত্মদর্শনের পরাকাষ্ঠা দেখিয়েছেন এই বলে, ‘‘গোলগুলোর জন্য আমাকে দায়ী করা হলো, না অন্য কাউকে, তাতে আমার কিছু আসে যায় না৷ এরকম ভুল হওয়াই উচিৎ নয়৷'' অন্যদিকে অধিনায়ক ফিলিপ লাম প্রতিশ্রুতি দিয়েছেন, অস্ট্রিয়ার বিপক্ষে খেলার আগে এসব ভুল অতীতের স্মৃতি হয়ে দাঁড়াবে৷

অবশ্য ফুটবলে বড় গলা করে কিছু না বলাই সমীচিন৷ নয়তো সেদিনই ব্রাজিল সুইজারল্যান্ডে গিয়ে ১-০ গোলে হারতো না! ইটালি আর্জেন্টিনার কাছে হেরেছে ২-১ গোলে - যদিও লিওনেল মেসি আর্জেন্টিনা দলে ছিলেন না৷ স্পেন অবশ্য ইকুয়েডরে গিয়ে ২-০ গোলে জিতে এসেছে৷ ওয়েম্বলেতে ইংল্যান্ড স্কটল্যান্ডকে হারিয়েছে ৩-২ গোলে৷ বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের একমাত্র ম্যাচে রাশিয়া খেলেছে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে৷ রুশ দল বেলফাস্টে গিয়ে ১-০ গোলে হেরে এসেছে৷

তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মরশুমের প্রথম দিনটিতে যে-ই হারুক কিংবা জিতুক, ‘খেলার রাজা ফুটবল' কিন্তু যথারীতি জিতে এসেছে৷

এসি / এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য