1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অল্পের জন্য বেঁচে গেলেন বাবা-ছেলে

১৬ আগস্ট ২০১৮

ছেলেকে নিয়ে এস্কেলেটর দিয়ে উপরে উঠছিলেন এক বাবা৷ এস্কেলটরের বাইরে পা দেয়ার সঙ্গে সঙ্গে ধসে পড়লো চলন্ত সিঁড়িটি৷ সেকেন্ডের জন্য বেঁচে গেলেন তারা৷

https://p.dw.com/p/33EoB
ছবি: picture-alliance/prisma

ঘটনাটি ঘটেছে চীনের আনহুই প্রদেশের জুয়ানচেঙ শহরের একটি মলে৷ ভীতিকর এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বাবা ও ছেলে চলন্ত সিঁড়ির বাইরে পা দেয়ার সঙ্গে সঙ্গে যান্ত্রিক বিভ্রাট ঘটে৷ তাতে সিঁড়ির ওপরের পাটাতনগুলো খুলে উঠে আসে৷ ধাতব প্যানেলগুলোও উল্টে পাল্টে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়৷

সিঁড়িতে তখন আর কেউ ছিলেন না৷ তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কয়েকজনকে দৌঁড়ে আসতে দেখা যায়৷

দশ সেকেন্ডের ভিডিওটি সম্ভবত সিসিটিভি ক্যামেরার৷ এটি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মনোযোগ কাড়ে৷

চীনের অনলাইন মাধ্যম সাংহাইইস্ট জানিয়েছে যে, এটি ২৮ জুলাইয়ের ঘটনা৷ আর বেইজিং নিউজ জানায়, ঘটনার একদিন পর জুয়ানচেং মার্কেট সুপারভিশন ব্যুরো তদন্ত করে দেখেছে যে, এস্কেলেটরটির রাবার রোলারের ভেতর একটি চাবি আটকে গিয়েছিল৷ তাতেই এই ঘটনা ঘটেছে৷

এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘এই জন্যই সাধারণ সিঁড়ি ব্যবহার করা উচিত৷''

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য