1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অশালীন ইঙ্গিতপূর্ণ’ বিজ্ঞাপন সরিয়ে নিলো বার্লিন

১৬ অক্টোবর ২০২০

মাস্কবিরোধীদের উদ্দেশে কঠোর বার্তা দিতে একটি বিজ্ঞাপন প্রচার করে সমালোচনার মুখে তা সরিয়ে নিতে বাধ্য হলো বার্লিনের পর্যটন বিভাগ৷

https://p.dw.com/p/3k2oh
#berlingegencorona Kampagne Senat Berlin Maskenverweigerer
ছবি: #berlingegencorona

বিতর্কিত বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এক বৃদ্ধা মাস্ক পরে আছেন এবং যারা মাস্ক পরছে না তাদের ইঙ্গিতপূর্ণভাবে ‘মধ্যম অঙ্গুলি' প্রদর্শন করছেন৷

ভিজিট বার্লিন এবং বার্লিন সেনেট যৌথভাবে মঙ্গলবার এই বিজ্ঞাপন প্রকাশ করে, যার শিরোনাম ‘আমরা করোনার নিয়ম-কানুন মেনে চলি'৷ জার্মানিতে করোনার প্রকোপ আরো বেড়েছে, তাই সংক্রমণ রোধে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷

বিশেষ করে বয়স্কদের যে করোনার বিরুদ্ধে আরো সচেতন হতে হবে সেই বার্তাই তুলে ধরা হয়েছিল বিজ্ঞাপনটিতে৷

বিজ্ঞাপনটি প্রকাশের সাথে সাথে অনলাইনে নিন্দার ঝড় ওঠে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা করে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়ার দাবি তোলা হয়৷ অনেকেই বিজ্ঞাপনটিকে অপমানজনক ও অবমাননাকর হিসেবে উল্লেখ করেন৷

খোদ বার্লিনের মেয়র এটিকে বিব্রতকর বলে উল্লেখ করেছেন৷ সিপিডি'র এই রাজনীতিবিদ গণমাধ্যমকে বলেছেন, বার্লিনের সেনেটের এ ধরনের বিজ্ঞাপনের অনুমতি দেয়া উচিত হয়নি৷

জরুরি অবস্থা বুঝাতে আরো অন্যভাবে এটিকে উপস্থাপন করা যেতো বলে মনে করেন তিনি৷

বার্লিনের সেনেট সদস্য মার্সেল লুথে বিজ্ঞাপনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ তিনি বলেন, শিশু এবং স্বাস্থ্যজনিত জটিলতা রয়েছে এ ধরনের যারা মাস্ক পরতে পারেন না, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে এই বিজ্ঞাপনে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য