1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসম প্রেমের বলি হলেন সূত্রাপুরের মাহবুব

২১ নভেম্বর ২০১০

বিএনপি নেতৃত্ব সরকার পতনের বিষয়ে আত্মবিশ্বাসী৷ ককটেল বোমার ঘটনায় পাঁচ বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ সূত্রাপুরে প্রেমের বলি এক যুবক৷ আজকের পত্রপত্রিকার খবর৷

https://p.dw.com/p/QEUq
বিএনপি, বিরোধী, আন্দোলন, প্রেম, পত্রপত্রিকা, খুন,BNP, Awami league, Bangladesh, Movement, Love
রাজপথে নেমে আন্দোলনের রাস্তা নিচ্ছে বিরোধীরা (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

বাধা দিয়ে সরকার পতন রোখা যাবে না, বললেন দেলোয়ার

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করা হবে৷ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৪৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন৷ দেলোয়ারের ভাষণকে বিভিন্ন ভাবে উদ্ধৃত করেছে প্রায় সবকটি সংবাদপত্র এবং সংবাদমাধ্যম৷ খন্দকার দেলোয়ারের অভিযোগ, বাংলাদেশের গণতন্ত্র এখন হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে৷ সরকার উদ্দেশ্যমূলক মামলা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুই ছেলে তারেক রহমান ও কোকোকে দেশছাড়া করার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি৷

ককটেল বোমার ঘটনায় পাঁচ বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ

দৈনিক ইত্তেফাকের শীর্ষ প্রতিবেদন জানিয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বোমা নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িত পাঁচ বিএনপি নেতার সন্ধানে রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ৷ তবে তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি৷ এদিকে বিএনপি'র তরফে এবং ওই নেতাদের পরিবারবর্গের তরফে বলা হয়েছে, বিরোধী দলের ওপর নির্যাতন চালাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নেতাদের নাম জড়ানো হয়েছে৷ সংবাদমাধ্যমের তরফে এই নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও এই একই কথা বলেছেন৷ আর প্রধান বিচারপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷

অসম প্রেমের বলি এক যুবক, সূত্রাপুরে

রাজধানীর সূত্রাপুরে অসম প্রেমের কারণে প্রেমিকার বাবা ও তার সহযোগীরা মাহবুবুর রহমান (২৬) নামে এক যুবককে হত্যা করেছেন বলে তাঁর স্বজনরা অভিযোগ করেছেন৷ স্বজনদের অভিযোগ, ঈদের দিন গত বুধবার প্রেমিকার বাসায় আটকে রেখে প্রথম দফায় এবং পরে বাসা থেকে ডেকে নিয়ে দ্বিতীয় দফায় মাহবুবকে মারধর করা হয়৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার গভীর রাতে মাহবুবের মৃত্যু হয়৷ ঘটনার পর মাহবুবের প্রেমিকা ও তার পরিবারের লোকজন বাসায় তালা মেরে পালিয়ে যায়৷ নিহতের বড় ভাই মাসুদুর রহমান তপন জানান, মাহবুব অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল৷ তার ভিডিও গেমসের একটি দোকান রয়েছে৷ বেসরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হানি ওরফে এ্যানির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ তার পরিণতিতেই এভাবে মৃত্যু হল মাহবুবের৷ পুলিশের কাছে এখনও কোন অভিযোগ জমা পড়েনি এই মৃত্যুর ঘটনার৷ পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷

গ্রন্থনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম