1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসলোর মসজিদে হামলা প্রতিরোধ

১২ আগস্ট ২০১৯

শনিবার নরওয়ের এক মসজিদে সম্ভাব্য সন্ত্রাসী হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে৷ ঈদুল আজহার ঠিক আগে এমন ঘটনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সে দেশের প্রশাসন৷ সন্দেহভাজন ব্যক্তি এখনো মুখ খোলেনি৷

https://p.dw.com/p/3Nkx3
নরওয়ের রাজধানী অসলোর আল-নুর ইসলামি সেন্টার মসজিদে বেশ কয়েকবার গুলি চালানো হয়ছবি: AFP/NTB Scanpix/T. Pedersen

শনিবার নরওয়ের রাজধানী অসলোর আল-নুর ইসলামি সেন্টার মসজিদে বেশ কয়েকবার গুলি চালানো হয়েছে এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷ তবে সৌভাগ্যবশত হতাহতের কোনো ঘটনা ঘটেনি৷ তা সত্ত্বেও এই ঘটনাকে নরওয়ের কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব দিচ্ছে৷ মসজিদে ৬৫ বছর বয়সি মহম্মদ রফিক নামে এক ব্যক্তি বল প্রয়োগ করে আততায়ীকে ঠিক সময়ে কাবু করে ফেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল৷ তিনি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন৷

নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সলবার্গ ঘটনাস্থলের কাছে একটি হোটেলে গিয়ে সংহতি দেখান৷ তিনি বলেন, এমন ঘটনা একেবারেই কাম্য নয়৷ তাঁর মতে, নরওয়ে নিরাপদ জায়গা থাকা উচিত৷ প্রধানমন্ত্রী পরে মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে নিয়ে অসলোর একটি মসজিদে যান৷ নরওয়ের অনেক মানুষ বিভিন্ন মসজিদে গিয়ে সংহতি দেখানোয় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন৷

ঈদুল আজহার সপ্তাহান্তে ঘটনাটিকে পুলিশ ‘সন্ত্রাসবাদের প্রচেষ্টা' হিসেবে বিবেচনা করছে৷ তবে আটক সন্দেহভাজন ব্যক্তি এখনো পর্যন্ত তার উদ্দেশ্য সম্পর্কে মুখ খোলেনি৷ তার বিরুদ্ধে হত্যার প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে৷ রবিবার রাতে পুলিশের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন৷ তবে তার পরিচয় এখনো জানায়নি পুলিশ৷ পুলিশের ধারণা, সে একাই এই ষড়যন্ত্র চালিয়েছে৷

শনিবার অসলোর মসজিদের হামলা মারাত্মক আকার ধারণ করতে পারতো বলে ধরে নেওয়া হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, ২০ থেকে ৩০ বছর বয়সি নরওয়েজিয়ান ওই ব্যক্তি চরম দক্ষিণপন্থি ভাবধারায় দীক্ষিত৷ ইন্টারনেটে কার্যকলাপের কারণে তার বিরুদ্ধে তদন্ত চলছিল৷ সংবাদ মাধ্যমের একাংশের সূত্র অনুযায়ী, শনিবার হামলার কিছুক্ষণ আগে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার প্রশংসা করে দুটি পোস্ট করেছিল৷ সে নাৎসি জার্মানির সমর্থক হিসেবে পরিচিত নরওয়ের রাজনীতিক ভিডকুন কিসলিং-এর সমর্থক৷ ভিডকুন অভিবাসনেরও ঘোর বিরোধী৷

আটক ব্যক্তির বাসায় ১৭ বছর বয়সি এক তরুণীর মৃতদেহ উদ্ধার হবার পর তার বিরুদ্ধে সেই হত্যাকাণ্ডের অভিযোগও আনা হয়েছে৷ সেই নারী অভিযুক্তের সৎ বোন ছিল বলে পুলিশ জানিয়েছে৷ 

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য