1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারে কিস্তি মাৎ করলো ‘দ্য কিংস স্পিচ’

১ মার্চ ২০১১

২৭শে ফেব্রুয়ারির, আলো ঝলমলে এক অনুষ্ঠানে অ্যামেরিকার লস এঞ্জেলেসে হয়ে গেল আন্তর্জাতিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘অস্কার’৷ এবছরও অস্কারে ছিল সেরা ছায়াছবি, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারটি৷

https://p.dw.com/p/10R1t
ছবি: dapd

অস্কার'এর যাত্রা শুরু হয় ১৯২৯ সালের ১৬ই মে ছোটখাট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ অথচ আজ এটি বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিণত হয়েছে৷ প্রতি বছরের মত এবছরও চলচ্চিত্র জগতের ২৪টি বিভাগে সেরা কাজের জন্য দেয়া হল এ পুরস্কার৷ আর অবাক করার বিষয়, এবারের অস্কারের সেই আসরে ব্রিটিশ ‘লো-কি' ড্রামা বলে পরিচিত ছবি ‘দ্য কিংস স্পিচ'-এর প্রাপ্তি চলে গেল প্রত্যাশারও বাইরে৷ সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা নির্দেশনা – প্রথম তিন সেরার শিরোপাই ছিনিয়ে নিলো ‘তোতলা রাজার গল্প' নিয়ে তৈরি ব্রিটিশ এই ছবিটি৷

Oscars Filmpreis 2011
সেরা চার অভিনেতা অভিনেত্রীছবি: AP

এখানেই শেষ নয়৷ ‘দ্য কিংস স্পিচ'-এর ঝুলিতে এসে পড়ে সেরা চিত্রনাট্যের পুরস্কারটিও৷ বিশাল কোড্যাক থিয়েটার হলে জমজমাট এক পরিবেশে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমন্ত্রিত অতিথি, মনোনীত অভিনেতা অভিনেত্রী ও চলচ্চিত্রনির্মাতারা৷ তোতলা রাজার এহেন ‘পারফরম্যান্স'এ তাঁরা সকলেই প্রায় লাফিয়ে ওঠে৷ এমনকি, ছবির নির্দেশক টম হুপার নিজেও বিস্মিত অস্কারে এতদূর সাফল্য পেয়ে৷

তবে ‘দ্য কিংস স্পিচ' আর ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক' ঠিক কতগুলো পুরষ্কার পকেটে পোরে - তা নিয়ে চারদিকে প্রথম থেকেই জোরদার আলোচনা চলছিল৷ বোঝাই যাচ্ছিল যে, লস এঞ্জেলসে ঐ অস্কার রজনী ফুরিয়ে যাওয়ার পর এই দুটো ছবিকেই দেখা যাবে পাদপ্রদীপের আলোয়৷ শেষ পর্যন্ত অবশ্য সেরা নির্দেশক, এমনকি ‘দ্য কিংস স্পিচ'-এ রাজার ভূমিকায় কলিন ফার্থ জিতে নেন সেরা অভিনেতার অস্কার৷

পুরস্কার জেতার পর কলিন ফার্থ হাসতে হাসতে বলেন, ‘‘আমি কিন্তু প্রথমেই আপনাদের সব্বাইকে সাবধান করে দিচ্ছি৷ আমার পেটের ঠিক উপরের জায়গাটা কেমন যেন করছে৷ মনে হচ্ছে, আমার পেটের নাড়িভুঁড়িগুলো যেন নাচতে শুরু করেছে৷ আমার জন্য তারা যে খুব খুশি – তা ঠিকই টের পাচ্ছি৷ তাই এবার, তারা আমার পা পর্যন্ত পৌঁছনোর আগে আমার স্টেজ থেকে নেমে পড়াটাই বুদ্ধিমানের হবে৷''

Film The Social Network
সোশ্যাল নেটওয়ার্ক ছবিটা সুবিধা করতে পারলো না অস্কারেছবি: picture-alliance/ZUMA Press

তারপর আর কি ? ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক' পিছিয়ে পড়তে থাকে ক্রমশই৷ শেষে সেরা ছবির অস্কারও চলে যায় তোতলা রাজার দিকেই৷ ফলে ফেসবুকের কাহিনী অস্কারে তেমন কিছু করতে পারে না৷

এছাড়া, ব্রিটেনের রাজ পরিবারের কাহিনী নিয়ে তোতলা রাজার ছবি ‘দ্য কিংস স্পিচ'-এর চিত্রনাট্যকার ডেভিড সেইডলার পান সেরা চিত্রনাট্যের পুরস্কার৷ ওদিকে, সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গীতের জন্য সেরা মৌলিক স্কোর-এর অস্কারে সম্মানিত হন অ্যারন সরকিন৷ আর ‘ব্ল্যাক সোয়ান' ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করা নাটালি পোর্টম্যান পান এ বছরের সেরা অভিনেত্রীর সম্মান৷

অস্কার পেয়ে নাটালি পোর্টম্যান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘এ কাজটি, এ ছবিটি করার জন্য যে আমাকে বাছা হয়েছিল – তার জন্য আমি আজও নিজেকে ধন্য মনে করি৷ ছবিটি করে আমি সত্যিই আনন্দ পেয়েছি৷ আজ এখানে দাঁড়িয়ে আমি প্রথমেই আমার বাবা-মা'কে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আজ এখানে উপস্থিত আছেন৷ তাঁদের আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এ জীবন দেওয়ার জন্য, আমায় এতো অল্প বয়সে ছবিতে অভিনয় করতে দেওয়ার জন্য এবং প্রতিদিন একটু একটু করে আমাকে আরো ভালো একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য৷''

উল্লেখ্য, এ বছর সেরা বিদেশি ভাষার ছবির অস্কারটি লুফে নেয় ডেনমার্কের ছবি ‘ইন আ বেটার ওয়ার্ল্ড'৷ বলতেই হচ্ছে, জাঁকজমকের সেরা বিনোদন বলে পরিচিত অস্কারের এই আসরে এবার চোখ কাড়ে দুই তরুণ-তরুণীর অনুষ্ঠান পরিচালনা৷ টিভি সিরিয়ালের জনপ্রিয় হিরো ৩২ বছরের অভিনেতা জেমস ফ্রাঙ্কো আর ২৮ বছরের নায়িকা অ্যান হাথাওয়ে মঞ্চ মাতিয়েছেন তাঁদের প্রতিভা, গ্ল্যামার আর সৌন্দর্যের জৌলুসে৷

৮৩তম অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে অ্যামেরিকান ব্রডকাস্টিং কোম্পানি বা এবিসি টেলিভিশন৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সাগর সরওয়ার