1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয় গ্রঁ প্রি জিতে নিলেন জেনসন বাটন

২৮ মার্চ ২০১০

নাটকীয় জয়, প্রবল উত্থানপতন, অস্ট্রেলিয় গ্রঁ প্রি শেষ অবধি জিতে নিলেন জেনসন বাটন৷ বড় ভূমিকা নিল আবহাওয়াও এই ফলাফলে৷ বহুদিন পরে রেস -এ নেমে দশম স্থান পেলেন শুমাখার৷

https://p.dw.com/p/MgGK
জেনসন বাটন (মাঝে)ছবি: AP

শুকনো আবহাওয়ায় গাড়ির চাকা কত তাড়াতাড়ি সমস্যায় পড়তে পারে তার উদাহরণ দেখা গেল অস্ট্রেলিয় গ্রঁ প্রিতে৷ তীব্র গতির এই গাড়িদৌড় শুরুর থেকেই এগিয়ে ছিলেন রেড বুলের সেবাস্টিয়ান ভেটেল৷ কিন্তু রেসের মাঝামাঝি সময়ে ভেটেলের গাড়ির ব্রেক বিকল হয়ে যায়৷ ফলে রেস থেকে সরে যেতে বাধ্য হন তিনি৷ প্রায় সঙ্গে সঙ্গেই দ্বিতীয় স্থানে থাকা জেনসন বাটন উল্কার গতিতে এগিয়ে যান৷ এবং ছিনিয়ে নেন বিজয়মুকুট৷

এবারের অস্ট্রেলিয় গ্রঁ প্রি এই ব্রেক ফেল করার ঘটনা ছাড়াও আরও অনেক কিছুর সাক্ষী থাকল৷ তার মধ্যে অন্যতম অবশ্যই দুর্ঘটনা এবং রেসের মাঝখানে৷ কারণ, বাটনের দলের অন্য পার্টনার লিউইস হ্যামিলটন চতুর্থ স্থানের জন্য রেস চলাকালীন আলোন্সোকে চ্যালেঞ্জ জানাতে থাকেন বেশ কিছুক্ষণ ধরে৷ কিন্তু, তাড়াহুড়োয় রেডবুলের অন্য রেসার মার্ক ওয়েবারের গাড়ির সঙ্গে ধাক্বা লেগে যায় হ্যামিলটনের গাড়ির৷ শেষ পর্যন্ত ছয় নম্বরে রেস শেষ করেন হ্যামিলটন৷ তবে তাঁকে বিপন্ন হতে হয়েছে যে তার কারণ হল তাঁর গাড়ির চাকা৷ রেস চলাকালীন যা দুইবার বদলাতে হয়েছে৷ এবং শেষ হওয়ার পর হ্যামিলটন নিজেও জানিয়েছেন, শুকনো আবহাওয়ায় কত তাড়াতাড়ি গাড়ির চাকা বিকল হতে পারে, সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন৷

অস্ট্রেলিয় গ্রঁ প্রি-র সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, প্রথম স্থানে বাটনের পর দ্বিতীয় স্থানটি ধরে নিয়েছেন রেনোর পক্ষে রবার্ট কুবিকা৷ ফেরারির ফেলিপে মাসা আর ফার্নান্দো আলোসো রেস শেষ করেছেন তিন নম্বরে থেকে৷ আর বহুদিন পরে রেসে নেমে দশম স্থানে রেস শেষ করেছেন জার্মান ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মিশায়েল শুমাখার৷ বোঝা যাচ্ছে ফর্মে ফিরতে বেশি সময় নেবেন না তিনি৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - সাগর সরওয়ার