1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাডামসের উদ্ধারকৃত নেগেটিভসের দাম ২০ কোটি ডলার

২৮ জুলাই ২০১০

গ্যারেজে পড়ে থাকা নেগেটিভের দাম এখন ২০ কোটি ডলার৷ কারণ মার্কিন আলোকচিত্রী অ্যানসেল অ্যাডামসের তোলা এসব নেগেটিভে দৃশ্যমান আমেরিকার ইয়োসেমাইট জাতীয় উদ্যানের সবচেয়ে পুরনো ছবি৷

https://p.dw.com/p/OWBO
Ansel, Adams, মার্কিন, আলোকচিত্রী, অ্যানসেল, অ্যাডামস
নিজের তোলা ছবির পাশে মার্কিন আলোকচিত্রী অ্যানসেল অ্যাডামসছবি: AP

গ্লাস-প্লেটে পুরনো ছবির নেগেটিভ৷ দীর্ঘদিন পড়ে ছিল গ্যারেজে৷ ফলে বেশ মলিন হয়েছে৷ ১০ বছর আগে গ্যারেজের অন্যান্য জিনিসের সাথে নেগেটিভগুলোও বিক্রি করা হয়েছিল নামমাত্র মূল্যে৷ তবুও তা কিনতে হয়েছে ৪৫ ডলার দিয়ে৷ বিক্রেতা দাম হেঁকেছিল ৭০ ডলার৷ তবে চিত্রশিল্পী রিচার্ড নর্জিগিয়ান বেশ দামদর করে শেষ পর্যন্ত ৪৫ ডলারে সেটি কিনে নেন৷ ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোর ঘটনা এটি৷

নেগেটিভ কেনার সময় যে এর তাৎপর্য একটুও ভাবতে পারেননি নর্জিগিয়ান তা অকপটেই স্বীকার করেছেন৷ তবে এর কিছুদিন পরেই তিনি এই নেগেটিভের সাথে মিল খুঁজে পান বিখ্যাত মার্কিন চিত্রগ্রাহক অ্যানসেল অ্যাডামসের কাজের৷ বিষয়টি খতিয়ে দেখতে নিয়োগ করেন আইনজীবী৷ কাজ শুরু করেন বেশ কিছু বিশেষজ্ঞের সাথে৷

প্রমাণিত হয় যে, সত্যিই এগুলো অ্যাডামসের তোলা ছবির নেগেটিভ৷ তোলা হয়েছিল ১৯১৯ থেকে ১৯৩০ সালের মধ্যে৷ অবশ্য অ্যাডামস তাঁর কাজের জন্য বিখ্যাত হয়েছিলেন ১৯৪০ সালের দিকে৷ নেগেটিভগুলোতে রয়েছে ইয়োসেমাইট জাতীয় উদ্যানের ছবি৷ রয়েছে ক্যালিফোর্নিয়ার ক্যার্মেল মিশনের ছবি৷ ক্যার্মেলের পাথুরে পটভূমি৷ সানফ্রান্সিসকোর জেলেদের জাহাজঘাট৷ বালিয়াড়ি এবং সমুদ্রবক্ষে পালতোলা বড় নৌকার যাত্রার দৃশ্য৷

এখন এই নেগেটিভ প্রদর্শিত হচ্ছে শিল্পবোদ্ধা ডেভিড ডাব্লিউ স্ট্রিটসের বেভার্লি হিলসের গ্যালারিতে৷ দাম উঠেছে ২০ কোটি ডলার৷ স্ট্রিটস বলেন, ‘‘এটা সত্যিই অ্যানসেল অ্যাডামসের কাজ, ইতিহাস এবং কর্মজীবনের হারানো সূত্র৷'' শিল্প বিশারদ রবার্ট মোলার বলেন, ‘‘এসব ছবিতে দৃশ্যমান অঞ্চলগুলোতে অ্যাডামসের বেশ যাতায়াত ছিল৷ ফলে এগুলো অ্যাডামসের তোলা ছবি বলেই প্রতীয়মান হয়েছে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা