1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

অ্যানেস্থেটিস্টের কারণে হেপাটাইটিস সি-তে আক্রান্ত!

২৪ অক্টোবর ২০১৮

জার্মানির এক ক্লিনিকে অস্ত্রোপচার হওয়া ১২ রোগী হেপাটাইটিস সি-তে আক্রান্ত হয়েছেন৷ এসব অস্ত্রোপচারে অ্যানেস্থেটিস্ট হিসেবে যিনি ছিলেন, তিনি নিজে হেপাটাইটিস সি-র রোগী৷

https://p.dw.com/p/375Ol
HEPATITIS C VIRUS
ছবি: picture-alliance/BSIP/C. James

তবে বিষয়টি ইচ্ছাকৃত, নাকি অসতর্কতাবশত হয়েছে, তা স্পষ্ট নয়৷ বাভেরিয়া রাজ্যের ডোনাওভ্যোর্থ শহরের ডোনাও-রিস ক্লিনিকে এসব অস্ত্রোপচার হয়েছে৷

রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, হেপাটাইটিস সি-তে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে৷

ওই ক্লিনিকে প্রায় ৭০০ অস্ত্রোপচারের সময় ঐ অ্যানেস্থেটিস্ট উপস্থিত ছিলেন বলে জানা গেছে৷ এছাড়া কর্মকর্তারা আরো কয়েক হাজার অস্ত্রোপচারের কাগজপত্র পরীক্ষা করে দেখছেন যে, ঐসব অস্ত্রোপচারের সময় কোনো অ্যানেস্থেটিস্টের বিকল্প হিসেবে আলোচিত ওই অ্যানেস্থেটিস্ট ছিলেন কিনা৷

ভয়ংকর ‘হেপাটাইটিস সি’ থেকে দূরে থাকতে যা জানা দরকার

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ঐ ক্লিনিকের সাবেক রোগীদেরহেপাটাইটিস সি আছে কিনা, তা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে৷ফলে আগামী সপ্তাহের শেষ নাগাদ আসলে ঠিক কতজন হেপাটাইটিস সি-তে আক্রান্ত হয়েছেন, তা জানা যেতে পারে৷

বাভেরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, আলোচিত ঐ অ্যানেস্থেটিস্ট ওষুধে আসক্ত ছিলেন৷ তবে এখন তিনি কোনো হাসপাতালে কাজ করছেন না৷

সরকারি প্রচারমাধ্যম বায়ারিশার রুন্ডফুংক জানিয়েছে, বিষয়টি নিয়ে শারীরিক ক্ষতি করার চেষ্টা সন্দেহে তদন্ত শুরু হয়েছে৷

উল্লেখ্য, হেপাটাইটিস সি-র প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ দেখা যায় না৷ কিন্তু এটি পর্যায়ক্রমে লিভারের ক্ষতি করতে পারে৷ তবে প্রায় ৯৫ শতাংশ রোগ চিকিৎসায় ভালো হয়ে ওঠে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)