1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকার কাছে বিক্রি করা হল ‘লিভারপুল’কে

৬ অক্টোবর ২০১০

ইংলিশ ফুটবলের অন্যতম সেরা দল লিভারপুল ফুটবল ক্লাব, যা শুধু লিভারপুল নামেই বেশি পরিচিত৷ সেই ব্রিটিশ ক্লাবটি বিক্রি হয়ে যাচ্ছে৷ আজই এই ক্লাবের পরিচালনা বোর্ডের একটি সভায় চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হলো৷

https://p.dw.com/p/PWoX
বিক্রি হয়ে গেল লিভারপুলছবি: MIA

বেচাবিক্রির কথা হয়ে আসছিল আগে থেকেই৷ ক্লাবটি কেনার বিষয়ে ভারতের মিত্তল পরিবারের নামও শোনা গিয়েছিল৷ কিন্তু পরে তাঁরা সরে যান বলে খবর৷ অন্যদিকে, ইংলিশ ফুটবলের জনপ্রিয় এই ক্লাবটিকে বিক্রির সেই প্রস্তাবেই সাড়া দিয়েছিল ‘নিউ ইংল্যান্ড স্পোর্টস ভেঞ্চার' বা এনইএসভি৷ জানানো হলো, ক্লাব বিক্রি হয়ে যাচ্ছে মার্কিন এই ক্লাবটির কাছেই৷ এই এনইএসভির মালিকানা আবার অ্যামেরিকার বেসবল ক্লাব বোস্টন রেড সক্সের৷ সেখানে এরা বেশ জনপ্রিয় দল৷

Norge Louis Vera - kubanischer Baseballer
কিনে নিল বোস্টন রেড সক্সছবি: AP

লিভারপুলের চেয়ারম্যান মার্টিন ব্রটন ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বার্তায় এই সংবাদ প্রচার করে জানান, বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হওয়ায় আমরা আনন্দিত৷ তিনি জানালেন, ক্লাব বিক্রির জন্য সবচেয়ে সুবিধাজনক দামই দিচ্ছে ‘বোস্টন রেড সক্স'৷ তিনি জানিয়েছেন, প্রায় তিনশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিক্রি করা হয়েছে ক্লাবটিকে৷

লিভারপুলের ইতিহাস বেশ পুরানো৷ ১৮৯২ সালের ১৫ মার্চ গঠিত হয় ক্লাবটি৷ জন হোল্ডিং নামের এক ধনাঢ্য ব্যক্তি ক্লাবটি প্রতিষ্ঠা করেন৷ এর প্রথম নাম ছিল এভারটন এফ.সি. অ্যান্ড অ্যাথলেটিক গ্রাউন্ডস, লিমিটেড, সংক্ষেপে এভারটন অ্যাথলেটিক৷ কিন্তু ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন দলকে এভারটন হিসেবে গ্রহণ করতে অসম্মতি জানালে নাম পরিবর্তন করে লিভারপুল এফ.সি. রাখা হয়৷ দুই বছর পর লিভারপুল ফুটবল লিগে অংশ নেয়৷ প্রিমিয়ার লিগের এই দলটির ঝুলিতে আছে ব্রিটেনের প্রথম বিভাগ ফুটবল লিগ, এফ.এ. কাপ, লিগ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন দলের সম্মান৷ লিভারপুল ইউরোপের শীর্ষস্থানীয় দলের গ্রুপ জি-১৪ এর সদস্য৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন