1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

অ্যামেরিকায় এবার গির্জার সামনে হামলা, নিহত তিন

৩ জুন ২০২২

একের পর এক গুলির ঘটনায় আবার আতঙ্ক ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ এবার আইওয়া রাজ্যের একটি গির্জার পার্কিং এলাকায় এক বন্দুকধারীর গুলিতে দুই নারীর মৃত্যু হয়৷ পরে বন্দুকধারীও আত্মঘাতী হন৷

https://p.dw.com/p/4CEh0
ছবি: Nirmalendu Majumdar/The Des Moines Register/AP/picture alliance

টেক্সাস,ওকলাহোমার পর আইওয়ার এই ঘটনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে প্রশ্ন আরো বড় হয়েছে৷ প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন অবিলম্বে অস্ত্র আইনের সংস্কার দরকার৷ তিনি বলেন, ‘‘আর কতদিন আমরা এইভাবে নরহত্যা সহ্য করে যাব? অস্ত্র আইন কড়া করুন৷’’

বাইডেনের এই বক্তব্যের পরই আইওয়ার ঘটনাটি সামনে এসেছে৷ স্টোরি কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি নিকোলাস লেনি জানান, আমেস শহরের কর্নারস্টোন গির্জায় একটি অনুষ্ঠান চলছিল৷ সেই অনুষ্ঠান চলাকালীন পার্কিং এলাকায় এই ঘটনা ঘটেছে৷ তিনি বলেন, ‘‘এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা৷ ঘটনাস্থলে একজন মাত্র বন্দুকধারী ছিল৷’’

বৃহস্পতিবার উইসকনসিনের গ্রেসল্যান্ডে একটি কবরস্থানে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত দুই জন গুরুতর আহত হয়েছেন৷

টেক্সাসের আগে নিউ ইয়র্ক, উভালডাতেও মে মাসে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷ নিউ ইয়র্কের বাফালোর সুপারমার্কেটে নির্বিচারে গুলি চালিয়েছিল বন্দুকধারী৷ সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়৷ সেই হামলা ছিল বর্ণবাদী৷

আরকেসি/এসিবি (রয়টার্স)