1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাশেজ কাপ কি ইংল্যান্ডের হাতে

২৮ ডিসেম্বর ২০১০

এবারের অ্যাশেজ কাপে অস্ট্রেলিয়া তেমন সুবিধা করতে পারছে না তা বোঝাই যাচ্ছে৷ আজ খেলার তৃতীয় দিন৷ অস্ট্রেলিয়ার খেলোয়াড় শেইন ওয়াটসন আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের আরো ভালো করে খেলা উচিৎ৷

https://p.dw.com/p/zqlI
Australia
অ্যাশেজ কাপে সুবিধা করতে পারছে না অস্ট্রেলিয়াছবি: AP

আগামীকাল আরো ভালো করে খেলার প্রতিশ্রুতি দেন ওয়াটসন৷ কিন্তু তাতে শেষ রক্ষা হবে কিনা তা বলা যাচ্ছে না৷ ইংল্যান্ড ৪১৫ রানে এগিয়ে রয়েছে৷ তৃতীয় দিন শেষ হবার মুখে ছয় উইকেটে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১৬৯ রান৷ বাকি চারটি উইকেট পেললেই ইংল্যান্ডের বাজিমাত৷

শেইন ওয়াটসন খুব ভাল খেলোয়াড় হলেও এই অ্যাশেজে তিনি তেমন সুবিধা করতে পারেননি৷ মাত্র ৫৪ রান তাঁর সংগ্রহে৷ তিনি নিজেই দলের পারফরমেন্সের সমালোচনা করে বলেন, ‘‘আমরা যেভাবে খেলছি তা হতাশাজনক৷'' তিনি আরো বলেন, ‘‘সমর্থকদের কাছ থেকে তেমন কোন উচ্ছ্বাস বা উদ্দীপনা আমরা পাচ্ছি না এর মূল কারণ হল আনন্দ বা উচ্ছ্বাস করার মত খেলা আমরা উপহার দিচ্ছি না৷''

অস্ট্রেলিয়া যদি অ্যাশেজ কাপ হেরে যায় তাহলে তা হবে নিজ দেশে গত ২৪ বছরে প্রথমবারের মত পরাজয়৷ এতদিন এই অ্যাশেজ কাপ একচেটিয়াভাবে অস্ট্রেলিয়ার দখলে ছিল৷

এদিকে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে, আজ নিউজিল্যআন্ড জিতেছে ৩৯ রানে৷ নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস এবং পিটার ম্যাক গ্লাশানের জুটি ৭৯ রান সংগ্রহ করে দলের জন্য৷ দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের স্কোর সাত উইকেটে ১৮৫ এবং পাকিস্তান নয় উইকেটে ১৪৬৷ ১৬ রানে চারটি উইকেট সংগ্রহ করে ম্যান অফ দ্যা ম্যাচ হন নাথান ম্যাক কলাম৷

টসে হেরে যাওয়ার পর নিউজিল্যান্ড ব্যাট করতে নামে এবং কিছুক্ষণ পরেই ওপেনার জেসি রাইডারকে হারায়৷ কিন্তু এরপরই মাথা ঠান্ডা রেখে খেলে মিউজিল্যান্ড৷ খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে কিউয়িরা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক