1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএমএফ প্রধানের রাজনীতি শেষ?

১৬ মে ২০১১

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ'এর প্রধান দোমিনিক স্ট্রাউস কান’এর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷ কেউ কেউ বলছেন, এই কর্মকাণ্ডের জন্য তাঁর রাজনৈতিক জীবন বিপন্ন হতে পারে৷

https://p.dw.com/p/11GZ8
FILE - In this April 22, 2010 photo, IMF Managing Director Dominique Strauss-Kahn, speaks during a news briefing at the 2010 WB/IMF Spring Meetings in Washington. Strauss-Kahn has been taken into custody by New York City police and is being questioned in connection with a sexual assault of a hotel maid on Saturday, May 14, 2011. NYPD top spokesman Paul Browne says Dominique Strauss-Kahn was pulled off an Air France flight to Paris on Saturday afternoon at John F. Kennedy International Airport after he left the Manhattan hotel. Strauss-Kahn, the managing director of the IMF, has not been charged. (AP Photo/Manuel Balce Ceneta)
আইএমএফ'এর প্রধান দোমিনিক স্ট্রাউস কানছবি: AP

অভিযোগ

আসলে ঠিক কী ঘটেছে এই মুহূর্তে সেটা জানা যাচ্ছে না৷ তদন্তকারী এক কর্মকর্তা বলেছেন, তারা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন৷ তবে পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যে নারী কান'এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন ঘটনার সময় তিনি কান'এর রুমে ছিলেন৷ তিনি মনে করেছিলেন রুমটি ফাঁকা৷ কিন্তু আচমকা কান বস্ত্রহীন অবস্থায় বাথরুম থেকে বের হয়ে ঐ নারীকে ধর্ষণের চেষ্টা করে৷

ফরাসি রাজনীতি

কান আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সার্কোজির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিলেন৷ তাই এই ঘটনা ফ্রান্সের রাজনীতিতে ভালই প্রভাব ফেলেছে৷ যেমন কান'এর দলের এক নেতা বলেছেন, তারা ২৪ বছর পর প্রথমবারের মতো নির্বাচনে জেতার স্বপ্ন দেখছিলেন৷ কিন্তু এই ঘটনা দলের জনপ্রিয়তার উপর অবশ্যই প্রভাব ফেলবে৷ তবে কেউ কেউ ধারণা করছেন, এটা কান'এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হতে পারে৷ যেহেতু তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন, তাই তাঁকে হেয় করার জন্য ইচ্ছে করে এই কাজ করা হতে পারে বলে তাদের ধারণা৷ কান'এর স্ত্রীও তাঁর সঙ্গে রয়েছেন৷ তিনি বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা তিনি বিশ্বাস করেন না৷ তিনি আশা প্রকাশ করেন তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসবে৷

অতীত ইতিহাস

২০০৮ সালের ঘটনা৷ সেসময় খবর প্রকাশ হয় যে, আইএমএফ'এ কাজ করে এমন এক হাঙ্গেরিয়ান নারী অর্থনীতিবিদের সঙ্গে কান'এর সম্পর্ক রয়েছে৷ যেটার জন্য পরে আইএমএফ'এর কর্মকর্তা-কর্মচারী ও স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হয়েছিল৷

আইএমএফ'এর উপর প্রভাব

কিছু প্রভাব ফেলেছে বলা যায়৷ কেননা ইউরো অঞ্চলের সংকট নিয়ে আজ ও কাল গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ যেখানে কান'এর যোগ দেয়ার কথা ছিল৷ অবশ্য ইতিমধ্যে ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই