1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএসপিআর’কে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ

১৫ নভেম্বর ২০১০

খালেদা জিয়ার বাড়ি ইস্যুতে সরকার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে দাবি বিএনপির৷ তাদের মতে এতে সেনাবাহিনীর ভাবমুর্তি ক্ষুণ্ণ হচ্ছে৷

https://p.dw.com/p/Q9Ue
Bangladesh Nationalist Party (BNP)
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

আইএসপিআর'এর পরিচালক শাহিনুর ইসলাম রোববার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, জোর করে নয়, খালেদা জিয়া স্বেচ্ছায় ক্যান্টমেন্টের বাড়ি ছেড়ে চলে গেছেন৷ তার এই বক্তব্যের প্রতিবাদে সোমবার সংবাদ সম্মেলন করেছেন সাবেক সেনা কর্মকর্তা এবং বিএনপির স্থায়ী কমিটির ২ সদস্য মাহবুবুর রহমান ও হান্নান শাহ৷

বিএনপির চেয়ার পার্সনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লে. জেনারেল (অব.) মহাবুবুর রহমান অভিযোগ করেন সরকার আইএসপিআরকে রাজনেতিকভাবে ব্যবহার করছে৷ এতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে৷রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরোধিতা করেন তিনি৷

একই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ প্রশ্ন তোলেন এই সরকারের সময় সেনা বাহিনীর সংকট কাল বিডিআর বিদ্রোহের সময় আইএসপিআরকে কোন কথা বলতে দেখা যায়নি কেন? এখন কেন তারা তৎপর হয়েছে? তিনি দাবি করেন খালদা জিয়ার বাড়ির বিষয়টি সশস্ত্র বাহিনীর নয়৷ এটি একটি রাজনৈতিক ইস্যু৷

এই দু'জন নেতা বলেন, অ্যাটর্নি জেনারেল এখন বলছেন আপিল বিভাগের রায় খালেদার পক্ষে গেলে তাকে বাড়ি ফেরত দেয়া হবে৷ তার এই কথাই প্রমাণ করে বিষয়টি বিচারাধীন৷ বিচারাধীন অবস্থায় খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা বেআইনি হয়েছে৷ অভিযোগ করেন তিনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক