1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আইএস মানবজাতির শত্রু'

১৮ আগস্ট ২০১৬

বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় জঙ্গিবাদ৷ তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে জঙ্গি দমন অভিযান৷ এই আলোচিত বিষয়টি নিয়ে পাঠকরা তাদের ভাবনা জানিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

https://p.dw.com/p/1Jkys
ঢাকায় গুলশান হামলা
ছবি: picture alliance/ZUMA Press/S. K. Das

জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পৃক্ততা নিয়ে পাঠক ইবনে ইব্রাহিম ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘ ইসলাম মানবতার কথা বলে অথচ ইসলাম নিয়ে পৃথিবী জুড়ে গভীর চক্রান্ত চলছে৷ ইসলাম যেই দুর্বার গতিতে এগিয়ে চলেছে তাতে ভীত হয়ে একটি কুচক্রি মহল মুসলিমদের জংগিবাদের মতো সন্ত্রাসী কার্যকলাপে অনুপ্রাণিত করছে৷ এরা হাদিস কুরআনের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলিম যুবকদের সন্ত্রাসে ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে ইসলামের নামে চলা এই সন্ত্রাস দেখে সাধারণ মানুষ ইসলামকে ঘৃণা করে৷''

পাঠক ইব্রাহিমের মতে, ‘‘যখন কেউ ইসলাম সম্পর্কে ভালোভাবে জানছে, তখন তারা মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করছে৷ তারা খুঁজে পাচ্ছে শান্তি৷ কতিপয় মুর্খ মুসলিমকে সন্ত্রাসে লেলিয়ে দিয়ে ইসলামের অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবেনা৷''

‘‘আইএস সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া যাবে না, এরা মানবজাতির শত্রু৷'' এই মন্তব্য ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সৌরভ তারেকের৷ তাঁর মতে, ‘‘এ ব্যাপারে শুধু পুলিশদের দোষ দিলে হবে না৷ পুলিশদের বিচারের আওতায় আনা উচিৎ এবং রাজনীতিতে শীর্ষ পর্যায় থেকে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুলিশদের নিয়োগ দেয়, তাদেরও বিচার হওয়া উচিৎ৷''

আর তবে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সালেকের ধারণা, ‘‘সংগঠন হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনী আজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে৷ দুই চারজন সৎ লোক হয়ত আছে এই বাহিনীতে!'' তবে খুবই আশাবাদী ঢাকার বন্ধু সালেক৷ তিনি লিখেছেন, ‘‘তারপরও আমি হতাশ না, কারণ, হাসিনা, খালেদা, এরশাদ এদের মতো অযোগ্য লোক আল্লাহ্ চিরদিন রাখেন না৷ আল্লাহ্ যদি ভালো নেতা দেন আর সেই নেতাকে জনগণ চিনে নিয়ে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেয়, তখন পুলিশ ও আদালতের একটি ঘোষণা ও নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ বদলে যাবে৷''

তবে পাঠক মাসুম নিশ্চত যে, ‘‘জঙ্গি দমনে যতদিন না পর্যন্ত পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হবে, ততদিন পর্যন্ত অবস্থার অবনতি বৈ উন্নতি হবে না৷'' তবে তিনি মনে করেন, ‘‘পুলিশ যেহেতু সরাসরি পাবলিক রিলেটেড, তাই এই বাহিনীকে সদা সর্বদা রাজনৈতিক প্রভাবমুক্ত না করতে পারলে এরা দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবে না৷''

আর পাঠক সামসুল হক মনে করেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে ঘুস ছাড়া মেধা যাচাই করে কর্মী নিয়োগের ব্যবস্থা করলে জঙ্গিবাদ দমন করা সম্ভব৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান