1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইজিপিকে প্রধান বিচারপতির মর্যাদা দেওয়া হোক

১৫ জানুয়ারি ২০২০

সংসদ সদস্যেরা দেশের জনগণের প্রতিনিধি৷ মানে সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের মালিকেরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন রাষ্ট্র পরিচালনা করতে আর আইন প্রণয়ন করতে৷

https://p.dw.com/p/3WDky
Bangladesch Razzien gegen Drogenhändler
ছবি: bdnews24.com

আমাদের কেতাব আরো বলে, দেশে সংসদ, নির্বাহী ও বিচার বিভাগ নামে তিনটি আলাদা স্তম্ভ থাকবে৷ কিন্তু বাস্তবিক অনেকদিন ধরেই নির্বাহী ও সংসদ বিভাগ একটি একক সত্ত্বা হয়ে গেছে৷ নিম্ন আদালতের  বিচারক থেকে কখনোসখনো কর্মরত প্রধান বিচারপতিও বলেন বিচার বিভাগকেও একই ছাতার নীচে আনার প্রক্রিয়া চলছে৷ কিন্তু তা চলুক বা বন্ধ থাকুক সেটা আরেক তর্ক৷ আজ আমরা দেখি আমাদের সংসদ সদস্যেরা কী বলছেন?

সব ধর্ষককে আইন-শৃঙ্খলা বাহিনীর ‘ক্রসফায়ার’-এ দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য৷ মঙ্গলবার ১৪ জানুয়ারি সংসদে এ দাবি জানান তারা৷ ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া ও এ ধরনের সামাজিক অপরাধ নির্মূলে ‘ক্রসফায়ার’ দাবি করেন সংসদ সদস্যরা৷ সংসদে পয়েন্ট অব অর্ডারে এমপিরা সরকারের কাছে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবিও জানান৷

সিরিয়াসলি! এমপি মহোদয়েরা!! এই হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্তে আপনাদের চিন্তা!!! আপনারা বিচার করার ভার তুলে দিতে চান তরুণ পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের ওপর? কারণ, আপনারা জানেন, বিচার আদালতে আমরা বিচার পাবো না, হাইকোর্টে গিয়ে ছাড়া পেয়ে যাবো, তাই?

মুখে স্বীকার না করলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মাঝে-মধ্যেই আকারে ইঙ্গিতে সর্বোচ্চ সাজা নিশ্চিতে ক্রসফায়ারের কথা বলা হয়৷ এই যেমন মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আপনি ক্রসফায়ারে দিচ্ছেন৷ তবে কেন ধর্ষণের ঘটনায় একজনকেও দিচ্ছেন না?”

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকার দলের বর্ষীয়ান এমপি তোফায়েল আহমেদ প্রশ্ন তোলেন, ‘‘আমাদের আরো কঠোর আইন দরকার৷ মাদক সংশ্লিষ্ট ঘটনায় যদি ক্রসফায়ার হয়ে থাকে, তাহলে ধর্ষণের ঘটনায় কেন নয়?”

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

আমার মনে হয়, এমপিরা যখন এ দাবি করছেন তখন তা শিগগিরই ঘটতেও চলেছে৷ চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুক, টুইটার পর্যন্ত ক্রসফায়ারের যে জনপ্রিয়তা আমরা দেখি তাতে একথাও মানতে হয় যে, পুলিশ বাহিনী বা পুলিশের এলিট ফোর্স র‌্যাব বিচার কাজ এমনকি সর্বোচ্চ শাস্তি দেওয়ার যোগ্যতা রাখেন৷ তাই আমাদের দাবি, পুলিশ প্রধানকে প্রধান বিচারপতির মর্যাদা দেওয়া হোক৷ তার অধীনস্থ অফিসারদের দেওয়া হোক আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের পদমর্যাদা৷ তবে বর্তমান প্রধান বিচারপতিসহ অন্য জ্যেষ্ঠ বা কনিষ্ঠ বিচারকের পদ বা মর্যাদা কী হবে তা আমি জানি না৷ এটাও নিশ্চয়ই এমপি মহোদয়েরা ভেবে বার করতে পারবেন৷

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান। ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য