1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ের বিশেষ মর্যাদা কমালো চীন

৩০ জুন ২০২০

মঙ্গলবার বেইজিঙে জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি আইন পাস করে হংকঙের বর্তমান বিশেষ স্বায়ত্বশাসনের মর্যাদা ব্যাপকভাবে কমালো চীন৷

https://p.dw.com/p/3eYb8
হংকঙের বর্তমান বিশেষ স্বায়ত্বশাসনের মর্যাদা ব্যাপকভাবে কমালো চীন
ছবি: picture-alliance/AP Photo/V. Yu

হংকঙের সবচেয়ে বড় চীনপন্থি রাজনৈতিক দল ডিএব চীনা সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, মঙ্গলবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে পাস হয়েছে হংকং বিষয়ক একটি জাতীয় নিরাপত্তা বিল৷ এই আইন হংকঙের বিশেষ মর্যাদা বদল করে কমাতে চলেছে সেখানের বাসিন্দাদের স্বাধীনতার পারদ, মতামত সমালোচকদের৷

আইন পাশের খবর প্রকাশেরকয়েক ঘন্টার মধ্যেই হংকংয়ের গণতন্ত্রপন্থি গোষ্ঠী ডেমোসিস্টোর নেতা জশুয়া উওং ও অন্যরা নেতৃত্ব থেকে সরে আসার ঘোষণা দেন৷ নতুন আইন প্রণয়নের ফলে এখন চীন সরকরারে নিশানায় উঠে আসতে পারে তাদের নাম, সেকারণেই এই সিদ্ধান্ত৷

বেইজিং বলছে, এই নতুন আইন হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থি আন্দোলনের ফল, বিরুদ্ধ মত, সন্ত্রাসবাদও বিচ্ছিন্নতাবাদ রুখতেই পাস করা হয়েছে এই বিল৷ অনামী সূত্রের বরাত দিয়ে চীনের সরকারী সংবাদসংস্থা শিনহুয়া জানাচ্ছে, সদ্য পাস হওয়া বিলটির সম্পূর্ণ খসড়া পাওয়া যাবে মঙ্গলবারের পর৷

এত দিন, হংকং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভরকেন্দ্র ছিল তার বিশেষ মর্যাদা ও আংশিক স্বায়ত্বশাসনের ক্ষমতার ফলে৷ কিন্তু এই নতুন আইন হংকংকে চীনের আর পাঁচটা শহরের মর্যাদায় নামিয়ে আনার ফলে পশ্চিমা বিশ্বের দেশগুলিতেও দেখা যাচ্ছে প্রতিক্রিয়া৷

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুত প্রতিক্রিয়া

সোমবারেই এই বিলটি আলোচনায় থাকতে থাকতেই মার্কিন যুক্তরাষ্ট্র হংকংয়ের জন্য নির্দিষ্ট বিশেষ সুবিধা কমানোর প্রাথমিক পদক্ষেপ নিতে শুরু করে৷ তারা জানায় যে হংকংয়ে অস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা পণ্যের রপ্তানি বন্ধ করার পাশাপাশি প্রযুক্তি পণ্যের রপ্তানিও কমাবে তারা৷

মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও জানান, ‘‘আমরা এখন আর হংকং ও চীনের অন্যান্য অঞ্চলে পণ্য রপ্তানির মধ্যে ফারাক করতে পারব না৷ তাই মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি৷ এইসব গুরুত্বপূর্ণ পণ্য আমরা কোনোমতেই পিপলস লিবারেশন আর্মির হাতে তুলে দিতে পারি না, কারণ আমরা জানি যে তারা শুধুমাত্র চীনা কমিউনিস্ট পার্টির স্বৈরাচার রক্ষার লক্ষ্যে কাজ করায় বিশ্বাসী৷’’

মার্কিন বাণিজ্য বিভাগও জানিয়েছে যে তারা ‘‘রপ্তানির লাইসেন্সের জন্য হংকংয়ের বিশেষ মর্যাদা’’ প্রত্যাহার করছে৷

উত্তরে চীন জানিয়েছে যে মার্কিন নাগরিকদের চীনা ভিসাপ্রদানের ক্ষেত্রে আরো কড়াকড়ি বাড়াচ্ছে তারা৷

এসএস/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

১৬ আগস্টের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান