1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল এর বিরুদ্ধে ক্রীড়া মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

১০ এপ্রিল ২০১০

আইপিএলে’র ‘অতিব্যবসায়ী’ নীতির বিরুদ্ধে সংবাদমাধ্যমে কয়েক দফা সমালোচনায় নেমেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী এম এস গিল৷ কিন্তু এবার আর কথা নয়, আইপিএল ও এর টাইটেল স্পন্সর ডিএলএফকে চিঠি দিয়ে সতর্ক করে দিল ক্রীড়া মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/MsL1
আইপিএল এর লোগো

অভিযোগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ - আইপিএল ও ডিএলএফ ভারতের নাম বিক্রি করছে এবং ‘ইন্ডিয়া' শব্দটির অবমাননা করছে৷ অবিলম্বে আইপিএল ও ডিএলএফ যদি তাদের ভূমিকা না বদলায়, দুই পক্ষের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ ডিএলএফের যে লোগোটি টুর্নামেন্টে ব্যবহার করা হচ্ছে সেখানে স্পষ্ট লেখা—‘বিল্ডিং ইন্ডিয়া' অর্থাৎ ভারত নির্মাণ করছি৷ অর্থ দাঁড়ায় ডিএলএফ এখন ভারত বানাচ্ছে! এ বাক্যটি নিয়েই আপত্তি ক্রীড়া মন্ত্রণালয়ের৷

Shilpy Shetty
আইপিএল-এর মাঠে অভিনেত্রী শিল্পা শেঠি (ফাইল ছবি)ছবি: UNI

সম্প্রতি এলাহাবাদের উচ্চ আদালত ‘ভারতের জাতীয় সম্মানহানি প্রতিরোধ অধ্যাদেশের' বলে কোনো সংস্থার এই জাতীয় বিজ্ঞাপন দেওয়াকে বেআইনি বলে ঘোষণা করেছেন৷ ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় মনে করছে, ডিএলএফ এবং আইপিএল উভয়ই আদালতের এ নির্দেশ অমান্য করছে৷ এছাড়া ডিএলএফের এই লোগো আঁকা থাকছে প্রতিটি ম্যাচের বোলিং মার্কে৷ যেটার ওপর দিয়ে বোলাররা দৌড়ে যাচ্ছেন, আসছেন৷ বার বার তাই পদদলিত হচ্ছে ‘ইন্ডিয়া' শব্দটি৷

এদিকে, শুক্রবার কুমার সাঙ্গাকারার ৪২ বলে ৫৬ রানের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাব ৬ উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ানসকে৷ তবে এই ম্যাচের ফলাফলে পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থানে কোন পরিবর্তন ঘটেনি৷ ১০টি খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে শচীন টেন্ডুলকারের মুম্বই৷ আর সাঙ্গাকারা-যুবরাজদের পাঞ্জাব শুক্রবার জিতলেও ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখনও সবার নিচেই আছে৷

মোহালিতে টস জিতে মুম্বই প্রথমে ব্যাটিং করে৷ তারা ৯ উইকেটে তোলে ১৫৪ রান৷ মুম্বই ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান জেপি ডুমিনির৷ রায়ডু ৩৩ এবং টেন্ডুলকার করেছেন ২৯ রান৷ ইরফান পাঠান ও পিয়ুশ চাওলা নিয়েছেন ৩টি করে উইকেট৷ ৪ বল বাকি থাকতেই জয় পায় পাঞ্জাব৷ দলের পক্ষে সর্বোচ্চ রান সাঙ্গাকারার৷ বারাথ ৩৩ ও জয়াবর্ধনে করেছেন ৩১ রান৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী