1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল প্রধান ললিত মোদি বরখাস্ত

২৬ এপ্রিল ২০১০

আইপিএল এর ফাইনালের দিনেই ললিত মোদির সঙ্গে একরকম ‘ফাইনাল’ খেললো ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই৷ রবিবার গভীর রাতে বরখাস্তের খড়্গ নামলো মোদির উপর৷ বরখাস্তের পর মোদির মন্তব্য, বিসিসিআই তাঁকে ‘ভয় পাচ্ছে’৷

https://p.dw.com/p/N64P
ললিত মোদিছবি: AP

আইপিএল প্রধান ললিত মোদির দুর্নীতি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল৷ এমনকি মোদি নিজেই পদত্যাগ করবেন নাকি বিসিসিআই তাঁকে বরখাস্ত করবে তা নিয়েও ছিল জল্পনাকল্পনা৷ এরই মাঝে রবিবার মানে আইপিএল এর তৃতীয় আসরের ফাইনালের দিনে বিসিসিআই হঠাৎই মোদিকে সাময়িক বরখাস্ত করল৷ অভিযোগ, ছোট ছোট অপরাধের মাধ্যমে ক্রিকেট প্রশাসন এবং ক্রিকেটকে কলঙ্কিত করছেন মোদি৷ এই পরিস্থিতিতে, নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য মোদিকে অবশ্য ১৫ দিনের সময়ও দিয়েছে বিসিসিআই৷

বৈঠকের আগেই বরখাস্ত

বরখাস্ত হওয়ায় মোদি সোমবার বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারছেন না৷ ফলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ এখনই পাচ্ছেন না তিনি৷ এই প্রসঙ্গে মোদি নিজেই বলেছেন, ‘ওদের' জন্য ভালো হয়েছে৷ এখানে ‘ওদের' বলতে বিসিসিআইকেই বোঝাচ্ছেন মোদি৷ তিনি আরো জানিয়েছেন, বি.সি.সি.আই সম্ভবত সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে৷

Die Cheerleader des indischen Cricketteam Royal Challengers
ক্রিকেট দুনিয়ার বিনোদন টুর্নামেন্ট আইপিএলছবি: Fotoagentur UNI

বাণিজ্যের বড় আসর

আইপিএল আদতে ক্রিকেটের ছোট আসর হলেও বাণিজ্যের বড় আসরে রূপ নিয়েছে৷ এর পেছনে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন বলিউড তারকারা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা৷ তবে বিপত্তির শুরু আইপিএল এর নতুন দল কোচিকে নিয়ে৷ আইপিএল এর পরবর্তী আসরে এই দলটির খেলার কথা রয়েছে৷ কিন্তু হঠাৎ মোদি দাবি করে বসেন, ভারতের নামজাদা রাজনীতিবিদ শশী থারুরের বান্ধবী অবৈধভাবে কোচি দলের অংশীদার হয়েছেন৷ এই ঘটনার জের ধরে দিন কয়েক আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন থারুর৷

এরপর থেকে মোদির উপরও চাপ আসতে থাকে৷ ম্যাচ পাতানোর অভিযোগসহ আইপিএল এর নানা দুর্নীতি অনুসন্ধানে গঠিত হয় সরকারি তদন্ত কমিটি৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়