1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে ওয়াতারার শপথ গ্রহণ

৭ মে ২০১১

আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলাসানে ওয়াতারা৷ তবে তাঁর আনুষ্ঠানিক অভিষেক হবে চলতি মাসের ২১ তারিখ৷ এদিকে, স্বঘোষিত প্রেসিডেন্ট লঁরা বাগবোকে আটক করার পর সেখানে সংঘাত কিছুটা কমলেও এখনও চলছে বিচ্ছিন্ন সহিংসতা৷

https://p.dw.com/p/11B5p
আলাসানে ওয়াতারাছবি: AP

শুক্রবার আবিজানে প্রেসিডেন্ট ভবনে আলাসানে ওয়াতারাকে শপথ পাঠ করান সাংবিধানিক পরিষদের প্রধান পল ইয়াও এন্দ্রে৷ এসময় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ শপথ গ্রহণের পর সংক্ষিপ্ত ভাষণে ওয়াতারা বলেন, ‘‘প্রিয় আইভরি কোস্টের সকল সন্তানদের মধ্যে সমঝোতা ও ঐক্যের এক নতুন যুগের সূচনা এটি৷ সাংবিধানিক পরিষদের সকল সদস্যকে আমি অভিনন্দন জানাই এজন্য যে, তাঁরা সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন৷ এর মাধ্যমে নির্বাচনের ফলাফলের সঠিক বাস্তবায়ন হয়েছে এবং আইভরিয়ান জনগণের প্রতি সুবিচার করা হয়েছে৷'' শুক্রবার শপথ গ্রহণ করলেও ওয়াতারার আনুষ্ঠানিক অভিষেক হবে ২১ মে৷ বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে রাজধানী ইয়ামোসুক্রোতে অনুষ্ঠিত হবে অভিষেক৷

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর জাতিসংঘসহ আন্তর্জাতিক গোষ্ঠীর দাবিকে উপেক্ষা করে লঁরা বাগবোকে প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করিয়েছিলেন এই একই ব্যক্তি পল ইয়াও এন্দ্রে৷ নির্বাচনের পর থেকেই দেশটিতে ওয়াতারা এবং বাগবোর সমর্থকদের মাঝে সংঘাত চলে আসছে৷ উভয় পক্ষের মধ্যে সহিংসতায় এপর্যন্ত অন্তত তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ গত ১১ এপ্রিল স্ত্রী সিমোনসহ ওয়াতারার সৈন্যদের হাতে ধরা পড়েন লঁরা বাগবো৷ সেই থেকে সহিংসতা কিছুটা কমলেও আবিজানের ইয়োপোগন জেলায় এখনও বাগবোর অনুগত বাহিনী সহিংসতা চালাচ্ছে বলে খবরে প্রকাশ৷ চলতি সপ্তাহে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে৷

NO FLASH Elfenbeinküste
ওয়াতারার অনুগত সৈন্যদের একাংশছবি: AP

এসব সহিংসতায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা খতিয়ে দেখতে শুক্রবার আবিজানে পৌঁছেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি বিশেষ দল৷ তারা সেখানে গণকবর উদ্ঘাটনসহ গণহত্যার ঘটনাসমূহ তদন্ত করবে বলে জানিয়েছেন পরিষদের মুখপাত্র রুপার্ট কলভিল৷ এছাড়া শুক্রবার দেশটির সরকারি কৌঁসুলিদের লঁরা বাগবোকে জিজ্ঞাসাবাদের কথা ছিল৷ তবে তা শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান কৌঁসুলি সিমপ্লিসে কোয়াদিও কফি৷ মূলত ফরাসি আইনজীবী দল সেখানে পৌঁছে সহযোগিতা করলেই জিজ্ঞাসাবাদ শুরু করার কথা জানালেন কফি৷ এদিকে, সুইজারল্যান্ডে থাকা বাগবোর প্রায় ৮ কোটি দশ লাখ ডলার আটকে দিয়েছে সেদেশের সরকার৷ তারা বাগবোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিচার শুরুর দাবি জানিয়ে আসছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান