1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি আহমদিদের পাশে'

ফেলিক্স তামসুট/এসি৬ ডিসেম্বর ২০১৫

আরব বসন্তের পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিদ্রোহের হাতিয়ারও বটে৷ তাই ‘আমি আহমদিদের পাশে' – এই হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় সংখ্যালঘু আহমদি সম্প্রদায়ের প্রতি সংহতি জানাচ্ছেন পাকিস্তানিরা, একটি দশদিনব্যাপী অভিযানে৷

https://p.dw.com/p/1HHJF
Pakistan - Ausgebrannte Fabrik in Jehlum
ছবি: Getty Images/AFP

প্রায় সপ্তাহখানেক আগে একজন আহমদিকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানে৷ অভিযোগ – তিনি নাকি পবিত্র কোরানের কিছু কপি পুড়িয়েছেন৷ খবরটা ফাঁস হবার পর যে কারখানায় তিনি নিরাপত্তা প্রধান হিসেবে কাজ করতেন, ক্ষিপ্ত জনতা সেখানে ঢুকে আগুন ধরিয়ে দেয়৷ এর পরের দিন আগুন ধরানো হয় একটি আহমদি মসজিদেও৷

এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনকারীরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিযান শুরু করেন: ‘আমি আহমদিদের পাশে', এই হ্যাশট্যাগ ব্যবহার করে৷ হ্যাশট্যাগটি এখন পাকিস্তানে ‘ট্রেন্ড' করেছে৷ এমনকি অভিযানের জন্য একটি ওয়েবসাইটও সৃষ্টি করা হয়েছে৷

পয়লা ডিসেম্বর, যেদিন অভিযান শুরু হয়, সেদিন সকলকে আহমদি সম্প্রদায়ের সমর্থনে টুইট করতে বলা হয়েছিল৷ অনেক অংশগ্রহণকারী আহমদিরা পবিত্র কোরানের যে মানবিকতাপূর্ণ ব্যাখ্যা করে, তার কথা উল্লেখ করেছেন৷ আহমদিদের মতে ধর্মের নামে যুদ্ধ করা চলে না৷

যে সব বিখ্যাত আহমদি দেশের জন্য অবদান রেখেছেন, পাকিস্তানিরা তাদেরও নাম করছেন – যেমন দেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী৷

শীঘ্রই আহমদিদের প্রতি সমর্থন পাকিস্তানের বাইরেও ছড়িয়ে পড়ে৷ #আইস্ট্যান্ডউইথআহমদিজ# অভিযানের প্রতি সমর্থন আসতে থাকে ভারত, দুবাই, এমনকি অ্যামেরিকা থেকে৷

কিছু আহমদি নিজে অভিযানে অংশ নিয়েছেন, এই বিপুল সমর্থন ও সহানুভূতির জন্য ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে৷ একজন আহমদি নিপীড়নকারীদের প্রতি বার্তাও রেখেছেন৷

প্রসঙ্গত, ১৯৭৪ সালে পাকিস্তান সংসদ আহমদিদের অ-মুসলিম বলে ঘোষণা করে, পরে তা সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়৷

সাম্প্রতিক প্যারিস সন্ত্রাসের পর আহমদিদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হজরত মির্জা মসরুর আহমদ এই সন্ত্রাসবাদী আক্রমণ ও অপরকে হত্যার অজুহাত হিসেবে ধর্মের ব্যবহারের নিন্দা করেন৷

#আইস্ট্যান্ডউইথআহমদিজ# অভিযান শেষ হবে ১০ই ডিসেম্বর৷ উদ্যোক্তাদের আশা, তার মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে, আহমদিদের উপর আক্রমণ বন্ধ হওয়া চাই ও তাঁরা যা-তে নিরাপদে, শান্তিতে বাস করতে পারে, তার ব্যবস্থা করা চাই৷

বন্ধু, আপনিও কি সংখ্যালঘু আহমদি সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে চান? তাহলে #IStandWithAhmadis ব্যবহার করে লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান