1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আই লাভ ইউ' বলছে কুকুর!

৩ জানুয়ারি ২০১৯

আই লাভ ইউ – এই কথাটি শুনতে কার না ভালো লাগে৷ এক কুকুরও এই কথাটি বলে সবার মন জয় করে নিয়েছে৷ দশ কোটিবার দেখা হয়েছে কুকুরের ‘‘আই লাভ ইউ'' বলা ভিডিওটি৷

https://p.dw.com/p/3Axr8
ছবি: Reuters/N. Chitrakar

পোষা প্রাণীর কথা বলার বিষয়টি আমাদের কাছে নতুন নয়৷ আর এ নিয়ে আমাদের আগ্রহেরও কমতি নেই৷ অনেক পাখিপ্রেমিক আছেন যারা ময়না পোষেন ভালবেসে, প্রশিক্ষণ দিয়ে তাকে কথা বলতে শেখান৷

কিন্তু কুকুরকেও কথা বলতে শেখানো যায়? হ্যাঁ, কিছুটা অন্তত যায়৷ ইউটিউবে এমনি এক ভিডিও আছে যাতে এক কুকুরকে কথা বলতে দেখা যায়৷ যেনতেন কোনো কথা নয়, মিষ্টি মধুর ‘ভালোবাসার' কথা বলতে দেখা যায় তাকে৷

এ ভিডিওটিতে দেখা যায় বিছানার উপর বসে আছে একটি কুকুর৷ দেখতে বেশ আদুরে এ কুকুরটিকে ‘আই লাভ ইউ' বলতে বলায় প্রথমবার বেরসিকের মতো শুধু ‘হাই' তোলে সে৷

তবে দু-তিনবার ‘আই লাভ ইউ' বলতে বলার পর সবাইকে চমকে দিয়ে কুকুরটি নিজের মতো করে বলে ওঠে ‘আই লাভ ইউ'৷ তারপর আর অনুরোধ করতে হয়নি৷ নিশকে নামের কুকুরটিকে এরপর যতবারই ‘আই লাভ ইউ' বলা হয়েছে, ততবারই সে-ও খুব দরদভরা কণ্ঠে জবাব দিয়েছে ‘আই লাভ ইউ' বলে৷ শুধু তাই নয়, এতটা স্পষ্ট করে ‘আই লাভ ইউ' বলেছে নিশকে যে, যে শুনবে তারই মন ছুঁয়ে যাবে৷      

ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল ২০০৮ সালে৷ তারপর থেকে দশ বছরে ১০ কোটিরও বেশিবার দেখা হয়েছে এটি৷

আরআর/এসিবি