1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের বাঁধা হবিগঞ্জ-১ জিতল বিএনপি

২৮ জানুয়ারি ২০১১

জাতীয় সংসদের দু’টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বাঁধা আসনে ভাগ বসিয়েছে বিএনপি৷ শক্তি দই’য়ে ভেজাল সংক্রান্ত মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস৷ অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/106Jb
কিসের প্রতিফলন ঘটল এই উপনির্বাচনে?ছবি: DW/Harun Ur Rashid Swapan

বিএনপি যে কিভাবে আওয়ামী লীগের মৌরসিপাট্টা আসন হবিগঞ্জ-১'এ জিততে পারল, তা' নিয়ে চুলচেরা বিচার এখনো শুরু হয়নি৷ আপাতত সব সংবাদ সংস্থা এবং পত্রিকাই ভোটের বিশদ খুঁটিনাটি দিতে ব্যস্ত৷ আবার এমনও হতে পারে যে, পৌর নির্বাচনের প্রবণতা, অর্থাৎ আওয়ামী লীগ-বিএনপি'র মাথায় মাথায় প্রতিদ্বন্দ্বিতা এবার উপনির্বাচনেও ছড়াবে বলে লোকে আগে থেকেই ধরে নিয়েছিল৷

‘সতর্কসংকেত’

এবং হবিগঞ্জ-১'এ তো সত্যিই তা'ই হয়েছে৷ মাত্র ১ হাজার ২৮৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী৷ '৯৬ সাল থেকে বাঁধা এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হল সামান্য ভোটে৷ তার কারণ হিসেবে সমকাল লিখছে, ‘‘এর আগে এই নির্বাচনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেন৷ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও তাঁর প্রার্থীর পক্ষে প্রচারণা চালান৷ সে কারণে ভোট ভাগাভাগির সুযোগে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন''৷ - কালের কণ্ঠও লিখেছে: ‘‘এই দুই আসনের উপনির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কেন্দ্রীয় নেতাদের এ দুই আসনে প্রচারে পাঠানো হয়৷'' - ওদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের নাকি কালের কণ্ঠকে বলেছেন, ‘এ ফলাফল সরকারের জন্য সতর্কসংকেত৷'

‘মানবতার প্রতি নিষ্ঠুর অবিচার’

গতকাল শেখ হাসিনা ১০ নম্বর ডাউনিং স্ট্রিট, এবং পরে অক্সফোর্ড, দু'টি নামকরা স্থানে যান৷ তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তাঁর সাক্ষাৎ সম্পন্ন হয়েছে রাজনীতি-কূটনীতির গতানুগতিক রুটিনে৷ সে তুলনায় অক্সফোর্ড ইউনিয়নে তাঁর বক্তৃতায় শেখ হাসিনা যে অস্ত্রশিল্পের উত্তরোত্তর বিকাশকে মানবতার প্রতি নিষ্ঠুর অবিচার বলে অভিহিত করেছেন, সেটা দৃশ্যত তাঁর স্বদেশকেও নাড়া দিয়েছে এবং সাড়া তুলেছে৷ অপরদিকে ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্র ঠিক এইদিনেই ব়্যাব'কে বাংলাদেশের ডেথ স্কোয়াড হিসেবে চিহ্নিত করে একটু ছন্দপতন ঘটিয়েছে - খবরটি পাওয়া গেল জনকণ্ঠে৷

ইউনূস ইউনূসই

আর ইউনূসের মামলা সম্পর্কে ওঁর আইনজীবী বলেছেন, শক্তি দই গ্রামীণের অঙ্গ প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে ড. ইউনূস সরাসরি জড়িত নন - জানাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ জনকণ্ঠে নগরভবনে ইউনূসের হাজিরা দেওয়ার বর্ণনা: নগরভবন এলাকা নিরাপত্তার চাদরে মোড়া; উৎসুক মানুষের ভিড়; তাঁকে দেখতে এমনকি কর্মকর্তা-কর্মাচারীদের ভিড়৷ ইউনূস তো ইউনূসই বটে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই