1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ নেতার হত্যাকাণ্ড

১৫ জানুয়ারি ২০১১

আগারগাঁও’য়ে আওয়ামী লীগ নেতার হত্যাকাণ্ড ও তার ফলশ্রুতি ছিল শুক্রবারের মূল খবর৷ তবে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর চাষাবাদের ডাক এবং খোদ রাজধানীতে এক অমানুষিক অপরাধ চক্রের কাহিনীও সবার নজর কেড়েছে৷

https://p.dw.com/p/zxpv
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির কথা স্বীকার করেছেনছবি: Samir Kumar Dey

ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে নিহত হলেন৷ ফজলুল হক ফজলুর জীবন মাত্র চল্লিশ বছরেই শেষ হল৷ ছ'জন অজ্ঞাত আততায়ী মোটর সাইকেলে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে, জানাচ্ছে জনকণ্ঠ এবং অন্যান্য পত্রিকা৷ এ'দিন আবার ছিল ফজলুলের বাবা সিরাজুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী - তিনিও ঐ একই ওয়ার্ডে আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন৷ এই প্রসঙ্গে জনকণ্ঠের প্রতিবেদক সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন ফজলুর মৃতদেহ দেখতে এসে প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, আইনশৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে৷ অপরদিকে তিনি বলেছেন, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এ' হত্যাকাণ্ড ঘটানো হয়েছে৷ এ'টা ভোরের কাগজের খবর৷

আবাদ করলে ফলতো সোনা

প্রধানমন্ত্রী জমি খালি না রেখে, তা'তে চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন৷ উদ্দেশ্য, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন৷ শুক্রবার গাজীপুরে একটি হাসপাতাল ও নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ'কথা বলেন৷ কোনো জায়গা পতিত না রেখে, প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিবরণ৷ প্রধানমন্ত্রীর বক্তৃতার বয়ান বিস্তারিতভাবে দিয়েছে ভোরের কাগজ এবং অন্যান্য পত্রিকা: ‘‘আমরা নিজেরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হতে পারলে, বাইরে থেকে খাদ্য আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়,'' বলেছেন প্রধানমন্ত্রী৷

অমানুষিক

শিশুদের বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে দিতো, নারীদের ধরে এনে যৌনকর্মে বাধ্য করতো, এমন এক অপরাধী ধরা পড়েছে৷ একাধিক পত্রিকায় ঐ ওমর ফারুককে নিয়ে প্রতিবেদন আছে৷ ২৮ বছর বয়সের এই যুবক বস্তুত কামারাঙ্গীচরের সুলতানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, জানাচ্ছে প্রথম আলো৷ শুক্রবার ভোরে ব়্যাবের অভিযানে রাজধানীতে তাকে গ্রেপ্তার করা হয়৷ ফারুক ইতিমধ্যেই তার নানা অপকর্মের কথা স্বীকার করেছে৷ প্রথম আলোর বিবরণে আছে, ফারুক ও তার সহযোগীরা গত সেপ্টেম্বরে কামারাঙ্গীচরের একটি সাত বছরের শিশুর পুরুষাঙ্গ, গলা ও বুক ধারালো ব্লেড দিয়ে কেটে তাকে গুরুতরভাবে জখম করে৷ ‘‘দীর্ঘদিন ধরে খোদ রাজধানীতেই এ ধরণের নৃশংস কাজ চালিয়ে আসছিল ওমর ফারুক,'' লিখেছে সমকাল৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য