1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী শনিবার বিশ্ব খুঁজে পাবে সেরা সুন্দরীকে

২৮ অক্টোবর ২০১০

মিস ওয়ার্ল্ডের আসর বসতে আর বিশেষ দেরি নেই৷ আগামী শনিবার এই আসর বসছে চীনের পর্যটন শহর সানাইয়াতে৷ এতে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের ১২০ জন সুন্দরী এখন সেই শহরে৷ এদের মধ্য থেকেই এবারে নির্বাচিত হবেন মিস ওয়ার্ল্ড-২০১০৷

https://p.dw.com/p/Pr4t
গতবারের সুন্দরী জিব্রাল্টারের কেইনি আলদোরিনোছবি: picture alliance/dpa

মনে রাখার মতোই এবারের প্রতিযোগিতা৷ কারণ আগামী ৩০ অক্টোবর যে আসরটি অনুষ্ঠিত হবে, সেটা হবে মিস ওয়ার্ল্ড এর ৬০ তম আয়োজন৷ ফাইনাল রাউন্ডে সুন্দরীরা স্বাভাবিকভাবেই সুন্দর পোশাকে উপস্থিত হবেন বিচারকদের সামনে৷ বিচারকরা তাদেরকে দেখবেন, তাদের চলাফেরা, স্মার্টনেস আর আচার-ব্যবহার পর্যবেক্ষণ করবেন৷ তাঁরা সুন্দরীদের বুদ্ধিও পরীক্ষা করবেন৷ নিন্দুকেরা বলেন. আসলে এই পরীক্ষা করেই প্রমাণ করার চেষ্টা যে সুন্দরী মানেই বুদ্ধিহীন নয়!

গতবারের সুন্দরী জিব্রাল্টারের কেইনি আলদোরিনো নিজের মাথার মুকুটটি পরিয়ে দেবেন আগামী এক বছরের জন্য অন্য কোন সুন্দরীর মাথায়৷

কথা ছিল এবারের আয়োজনটি হবে ভিয়েতনামের একটি সুন্দর মনোমুগ্ধকর কোন দ্বীপে৷ কিন্তু চলতি বছরের শুরুতে ভিয়েতনাম জানিয়ে দেয় তাদের পক্ষে এই প্রতিযোগিতায় স্বাগতিক দেশ হওয়া সম্ভব নয়৷ আর এ কারণেই পরে মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটি অনুরোধ জানায় চীনকে৷ চীন জানিয়ে দেয়, তারা রাজি৷

গত একমাস ধরে এই আয়োজনের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়েছে৷ চীনের বিভিন্ন প্রান্তে সুন্দরীরা গেছেন৷ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷ সাঁতারের পোশাকে দাঁড়িয়েছেন বিচারকদের সামনে৷ হেসেছেন৷ খেলেছেন৷ এরই মধ্যে বিশ্বসেরা সুন্দরীদের মধ্যে থেকে ২৫ জন সেমিফাইলালিস্টকে বেছে নিয়েছেন বিচারকরা৷ তাদের মধ্য থেকেই আগামী শনিবারের ফাইনালে সেরা সুন্দরীকে খুঁজে নেবেন তাঁরা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক