1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুনের ভয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়লেন তাঁরা

১২ এপ্রিল ২০১৮

নিউ ইয়র্কের ঘটনা৷সোমবার রাতে সেখানকার এক ভবনে আগুন লাগে৷ ভবনের দোতলার একটি নাচের স্কুলে তখন প্রশিক্ষণ চলছিল৷

https://p.dw.com/p/2vvsk
Indien Großfeuer in Mumbai
ছবি: Reuters/Poonam Burde

আগুন লাগার পর সেটি ছড়িয়ে পড়তে থাকলে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভয় পেয়ে যান৷ আগুন তাঁদের অংশে এগিয়ে আসছে দেখে চিৎকার শুরু করেন৷ এই অবস্থায় ভবনের নীচে থাকা লোকজন মই নিয়ে এগিয়ে আসেন৷ কিন্তু উচ্চতা কম হওয়ায় মই বারান্দা পর্যন্ত পৌঁছতে না পারায় মেয়েদের নামতে অসুবিধা হচ্ছিল৷ প্রথমে বারান্দা থেকে মইয়ের মাথায় পা রেখে তারপর তাঁদের ধাপ বেয়ে নীচে নামতে হচ্ছিল৷ কিন্তু প্রাণভয়ে ছুটতে থাকা মানুষদের তখন এতকিছু ভাবার সময় কোথায়? তাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজনের পায়ের ধাক্কায় মই পড়ে গেলে বাকিরা মইয়ের অপেক্ষা না করে লাফিয়ে পড়তে থাকেন৷ এদের মধ্যে দুই-একজনকে পথচারীরা ধরতে পেরেছেন৷ বাকিরা নীচে পড়ে যান৷ স্কুলটি দোতলায় ছিল বলে সামান্য আহত হয়েছেন তাঁরা৷

এই ঘটনার একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছেন ইলকার কেসিকটাস নামের এক ব্যক্তি৷ বার্তা সংস্থা এপিসহ কয়েকটি সংবাদমাধ্যম তাঁর সেই ভিডিও কিনে নিয়েছে৷ কেসিকটাস জানিয়েছেন, ঘটনার সময় তিনিই প্রথম দমকল বাহিনীকে খবর দেন৷ এছাড়া উদ্ধারকাজেও অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি৷

এদিকে, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে৷

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য