1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুনে ঝাঁপিয়ে পড়ে জীবন বাঁচান বিপিন গনোত্রা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২০ নভেম্বর ২০১৭

কলকাতা শহরে বিপিন গনোত্রাকে চেনেন না, এমন লোক খুব কম আছেন৷ কারণ গত ৪০ বছর ধরে, শহরের যেখানেই আগুন লাগে, দৌড়ে যান বিপিন৷ হাত লাগান জ্বলন্ত বাড়ি থেকে মানুষকে উদ্ধারের কাজে৷ এ বছর পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি৷

https://p.dw.com/p/2nuzB

বিপিন গনোত্রা কিন্তু সরকারি দমকল বিভাগের কোনো কর্মী নন৷ সে অর্থে আগুন নেভানোর কোনোরকম প্রশিক্ষণও তাঁর ছিল না৷ কিন্তু নিজের দাদাকে আগুনে পুড়ে, এক মাস হাসপাতালে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষে হার মানতে দেখেছেন বিপিন৷ 

তখনই ঠিক করেন, চোখের সামনে এভাবে আর কাউকে মরে যেতে দেখবেন না৷ চেষ্টা করবেন বাঁচানোর৷ তাই নিজের জীবন বাজি রেখে আগুন থেকে মানুষকে বাঁচান বিপিন গনোত্রা৷ দমকলের লোকেরা প্রথমে তাঁকে পাত্তা দিত না, বরং বাধা দিত৷ বিপদ হতে পারে, এই আশঙ্কায় দূরে সরিয়ে দিত৷ অবশ্য অবশেষে দমকল বাহিনীও মেনে নিয়েছে বিপিনের আন্তরিকতা, অধিগত দক্ষতা৷ বেনজিরভাবে দমকল থেকে বিপিন গনোত্রাকে স্বেচ্ছাসেবকের স্বীকৃতি দেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাঁকে পরতে দেওয়া হয়েছে দমকল কর্মীদের সরকারি উর্দি৷ আগুনের বিরুদ্ধে লড়াইয়ে বিপিন এখন একজন নির্ভরযোগ্য স্বেচ্ছা সৈনিক৷ কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি৷