1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

৩১ জানুয়ারি ২০২০

পাঁচ মাস ধরে আগুন জ্বলছে অস্ট্রেলিয়ায়৷ সে আগুন হানা দিয়েছে রাজধানী ক্যানবেরাতেও৷ পরিস্থিতি সামাল দিতে রাজধানী ক্যানবেরাতেও জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/3X5Q0
Buschbrände in Australien - Canberra
ছবি: Getty Images/B. Mitchell

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া দাবানলের কবলে৷১০০ কোটির মতো প্রাণি মারা গেছে, ৩৩জন মানুষেরও প্রাণ গেছে তাতে৷ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ বনাঞ্চল৷

এখনো দেশের বিভিন্ন স্থানে ১০০টির মতো আগুন জ্বলছে৷ তার মধ্যে ৫৮টি জ্বলছে নিউ সাউথ ওয়েলসে, ২০টি ভিক্টোরিয়া রাজ্যে এবং ২০টি সাউথ অস্ট্রেলিয়ায়৷

রাজধানীতে জরুরি অবস্থা

দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত ডিসেম্বরে নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছিল৷ তারপর এক মাসেরও বেশি সময় পার হলেও আগুন নেভেনি৷ এখনো সেই রাজ্যই সবচেয়ে বেশি বিপর্যস্ত৷

বরং এখন রাজধানী ক্যানবেরার দিকেও এগিয়ে আসতে শুরু করেছে আগুন৷ শুক্রবার তাই অস্ট্রেলিয়ান ক্যাপিটেল টেরিটোরি (এসিটি), অর্থাৎ ক্যানবেরা এবং তার আশপাশের এলাকাতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ নিয়ম অনুযায়ী তিন দিন, অর্থাৎ ৭২ ঘণ্টা থাকবে এই জরুরি অবস্থা৷

২০০৩ সালের পর এই প্রথম রাজধানীতেও জরুরি অবস্থা ঘোষণা করা হলো৷ সেবার রাজধানীর আশপাশে আগুনে প্রাণ গিয়েছিল চার জনের, পুড়েছিল ৪৭০টি ঘর৷

এসিবি/কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য