1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌আগ্রহ বাড়ছে বাংলাদেশ বইমেলায়

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৪ নভেম্বর ২০১৯

কলকাতা আন্তর্জাতিক বইমেলার বাইরে আলাদা করে বাংলাদেশ বইমেলা৷ প্রতি বছরই পড়ুয়াদের আগ্রহ বাড়ছে সেই মেলাকে ঘিরে৷

https://p.dw.com/p/3SR75
কলকাতায় নবম বাংলাদেশ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানছবি: DW/S. Bandopadhyay

নবম বাংলাদেশ বইমেলা৷ কলকাতার রবীন্দ্র সদনের উল্টোদিকে মোহরকুঞ্জের স্বল্প পরিসরে৷ সারা বছরই কলেজ স্ট্রিটের বইপাড়ায় নির্দিষ্ট কিছু দোকানে বাংলাদেশের বই পাওয়া যায়৷ বছরের শুরুতে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলাতেও থাকে বাংলাদেশের বই৷ তার পরেও কেন আলাদা করে বাংলাদেশ বইমেলা?‌এই প্রশ্নের উত্তর পাওয়া গেল রবিবার বিকেলে৷ যখন স্টলে স্টলে উৎসাহী পাঠকের ভিড়৷ আর বাইরের খোলা মাঠে ভক্ত পাঠকদের সঙ্গে সরাসরি সাক্ষাত, আলাপ আলোচনায় মগ্ন সৈয়দ আবুল মাকসুদ, হরিশঙ্কর জলদাস, এপার বাংলার অমর মিত্র-র মতো নামী কথাসাহিত্যিকেরা৷ মেলায় দেখা হল প্রয়াত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট ছেলে অমিতাভের সঙ্গে৷ উদ্ভাসিত মুখে বেরোচ্ছিলেন একটি স্টল থেকে৷ হাতে এক কপি ‘‌চেঙ্গিস খান’৷ বললেন, অনেকদিন ধরেই খুঁজছিলাম৷ এখানে পেয়ে গেলাম৷ একইভাবে পছন্দের লেখক শাহাদুজ্জামান এর সাম্প্রতিক গল্প সঙ্কলনটি এসে খুঁজে কিনে নিয়ে গেছেন স্কুল শিক্ষক, চিত্র সমালোচক সম্রাট মুখোপাধ্যায়৷ তিনি বোঝালেন, কেন এই মেলায় তাঁর মতো লোকের আগ্রহ৷ যেহেতু বাংলাদেশের সব নতুন বই একুশের বইমেলাতেই বের হয় এবং তার অনেক আগে শেষ হয়ে যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলা, নতুন বই ঢাকা থেকে কলকাতায় আসতে আবার প্রায় এক বছর৷ সেখানে এই বাংলাদেশ বইমেলা সুযোগ করে দেয়, আরও আগে বইগুলি হাতে পাওয়ার৷
বাংলাদেশের দৈনিক ‘‌প্রথম আলো’ এর  প্রকাশনা সংস্থা ‘‌প্রথমা’র পক্ষ থেকে জাকির হুসেইন জানালেন, মূলত গবেষণাধর্মী প্রবন্ধ, আত্মজীবনী, কিছু বিখ্যাত উপন্যাসের ওপর কলকাতার পাঠকদের টান বেশি৷ এছাড়া কিছু বিখ্যাত উপন্যাস, যেমন শাহাদুজ্জামান এর ‘‌একজন কমলালেবু’, শাহিন আখতারেন ‘অসুখী দিন’৷ সভ্যতার ইতিহাস, দেশভাগের ইতিহাসের পাঠক আছে৷ এছাড়া লেখকের নাম করে তাঁদের নতুন বইয়ের খোঁজ করছেন অনেকেই৷ গোলাম মুরশিদ, আনিসুজ্জামান, হুমায়ুন আহমেদ আছেন সেই আগ্রহের তালিকায়৷

‘সাদাত এই মুহূর্তে ব্যস্ত’

‘গবেষণাধর্মী প্রবন্ধ, আত্মজীবনী, কিছু বিখ্যাত উপন্যাসের ওপর কলকাতার পাঠকদের টান বেশি’

নবীন লেখকদের মধ্যে কলকাতার পাঠকমহলে এখন বেশ জনপ্রিয় সাদাত হোসেইন৷ গতবারের বাংলাদেশ বইমেলায় তিনি এসেছিলেন৷ এবারও কি আসছেন?‌সাদাতের অন্যতম প্রকাশক ‘‌অন্যধারা’ এর তরফ থেকে ফারুক হোসেন জানালেন, না, সাদাত এই মুহূর্তে ব্যস্ত৷ কিন্তু কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তিনি আসছেন৷ অন্যধারার ফারুকের সঙ্গে যৌথভাবে মেলায় স্টল দিয়েছেন নূপুর প্রকাশনীর নুরুল ইসলাম৷ তিনিও জানাচ্ছেন, ইতিহাসের বই খোঁজ করছেন অনেক পাঠক৷ পাশাপাশি বাংলাদেশের থ্রিলার জাতীয় উপন্যাসের কাটতিও প্রচুর৷

৮ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...