‘আঙ্গেলা ম্যার্কেলেকে ভারতে আন্তরিকভাবে স্বাগত জানাই’ | পাঠক ভাবনা | DW | 01.06.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আঙ্গেলা ম্যার্কেলেকে ভারতে আন্তরিকভাবে স্বাগত জানাই’

‘সিয়াচেন ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান বৈঠক’ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেলের ভারত আগমনকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই৷ আমরা আশাকরি তাঁর এই সফরের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে৷

বিশ্বশান্তি, সহযোগিতা ও মৈত্রী রচনায় দু'দেশ বিশ্বকে আলোর পথ দেখাবে৷ পাশাপাশি ম্যার্কেলের সফরের বিভিন্ন দিক ডয়চে ভেলে তার রেডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরবে৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

‘হংকং কোচিং সেন্টার' নিয়ে এক অনবদ্য পরিবেশনা শুনলাম৷ শিক্ষা আর সকলের জন্য রইলো না৷ কারণ শুধু বিত্তবানেরাই পারবে প্রচুর পয়সা খরচ করে ছেলেমেয়েদের কোচিং সেন্টারে পাঠাতে৷

‘৭১-এর মুক্তিযোদ্ধা' বীরশ্রেষ্ঠ মো. সামসুদ্দোহা'কে নিয়ে পরিবেশিত বিশেষ অনুষ্ঠান শুনলাম৷ অত্যন্ত নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ পরিবেশনা৷ একজন বাঙালি হিসেবে জাতির প্রকৃত ইতিহাস জেনে সমৃদ্ধ হলাম৷ চৈতালীও সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

‘সমাজ জীবন পাতায়' মালয়েশিয়ায় ‘হালাল বিয়ার বনাম হারাম বিয়ার' শীর্ষক প্রতিবেদনটি পড়লাম৷ মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানাই সাহসী এই পদক্ষেপের জন্য৷ ধন্যবাদ ডয়চে ভেলেকেও সমাজের সর্বস্তরে নজর দেবার জন্য৷ রিতা চক্রবর্তী, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, পড়লাম৷ তদন্ত কর্মকর্তা সানাউল হক এর মাধ্যমে আমরা জানতে পারলাম দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, লুন্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে৷ তার বিরুদ্ধে মোট ৩১৩ দিন তদন্ত শেষে ৪০০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে৷ আমার মনে হয় এই সব যুদ্ধাপরাধীদের কখনই ক্ষমা করা উচিত নয়৷ তারা আমাদের দেশের শত্রু৷ তাদের কারণে আমরা মুক্তিযুদ্ধের সময় হারিয়েছি লক্ষ লক্ষ বাঙালিকে, লক্ষ লক্ষ মা বোন হয়েছে ইজ্জত হারা৷ তাদের বেঈমানির কারণেই আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়েছে৷ তারা বেঈমানি না করলে হয়ত আরো আগেই আমরা স্বাধীন হতে পারলাম এবং আমাদের মা বোনদের ইজ্জত হারাতে হতো না৷ বাঙালি জাতি কোনদিনও এদের ক্ষমা করবে না৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

বাংলাদেশে সংবিধান সংশোধন নিয়ে আওয়ামী লীগ এখন সর্বত্র চাপের মুখে৷ বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদকদের লেখনীতে ঠিক ঐ শঙ্কাটাই ফুটে উঠেছে৷ একদিকে সংবিধান সংশোধন নিয়ে ঘরে-বাইরে বিরোধ৷ অন্যদিকে বিরোধীপক্ষের আন্দোলনের হুমকি৷এই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা মূলক পরিবেশনা থেকে বিস্তারিত ভাবে জানতে পারলাম৷

২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী৷ ১৮৯৯ সালের ২৫ মে নজরুল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ৷ কবির বিখ্যাত ‘বিদ্রোহী' কবিতা রচনার ৯০ বর্ষপূর্তিও এই বছর ৷ কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, প্রেম, তারুণ্য ও দ্রোহের কবি৷ আর সেই উপলক্ষে আপনাদের বিশেষ আয়োজনের পরিকল্পনাটি বেশ ভালো লাগল৷ আমাদের ক্লাবের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদা দিয়ে পালন করা হয়৷

কয়েদিদের নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে ভারতের তিহার জেলখানা শীর্ষক পরিবেশনাটি খুবই ভালো লাগল৷ ‘টিজে' ভারতের একটি ব্র্যান্ডের নাম৷ তবে এটি অন্যান্য আর দশটা ব্র্যান্ডের মতো নয়৷ কেননা এই ব্র্যান্ড নামের পণ্যগুলো তৈরি করেন যারা তারা তিহার জেলের কয়েদি৷ তিহার জেলের কয়েদিদের দ্বারা উত্পাদিত 'টিজে' পণ্য তাদের আশা ও ভরসা জোগাবে৷ মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, বর্ধমান৷

বাংলাদেশের বর্তমান সরকার তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায় প্রদান করেছে তা খুবই অযৌক্তিক৷ কারণ যেখানে স্থানীয় নির্বাচন দলীয় প্রভাব মুক্তভাবে করা সম্ভব হয়নি৷ সে দেশে দলীয় সরকারের অধীনে কিভাবে অন্য সব বড় নির্বাচনগুলো করা সম্ভব ? হয়তো কোনভাবেই সম্ভব নয়৷ কারণ তার কোন স্পষ্ট নিশ্চয়তা সাধারণ মানুষ পাচ্ছেন৷ যে সরকার ক্ষমতায় থাকুক না কোন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনো এদেশে সম্ভব নয়, তাছাড়া এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের জন্য মডেল হতে পারতো কেননা পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে এই ব্যবস্থা নেই সেক্ষেত্রে অন্য দেশেও এই ব্যবস্থা প্রচলিত হতে পারতো৷

আন্তজাতিক ক্রিকেট থেকে বিদায় নিল আফ্রিদি অথচ এই আফ্রিদির খেলা দেখার জন্য উন্মুখ হয়ে থাকতো লাখ লাখ দর্শক৷ আফ্রিদি অত্যান্ত জনপ্রিয় একজন খেলোয়াড়, মানুষ হিসেবেও ছিল অসাধারণ৷ আফ্রিদির খেলার মধ্যে এক ধরনের উন্মাদনা ছিল যা দর্শকদের সবচেয়ে বেশি আনান্দ দিত৷ তার খেলার মধ্যে আলাদা বৈশিষ্ট্য ছিল যার কারণে তাকে সহজেই বোঝা যেত৷ আসলে কিছু কিছু বিদায় মেনে নেওয়া যায়না তেমনি আফ্রিদির বিদায়ও আমরা মেনে নিতে পারছিনা৷ খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর কুষ্টিয়া৷

‘ভেগানদের জন্য সুপার মার্কেট' এই নিউজটি পড়লাম, নিসন্দেহে ভালো একটি নিউজ তবে এটা একটু অসম্পূর্ণ মনে হয়েছে আমার কাছে৷ যদি স্বাস্থ্যগত দিকটিকে আরো ভালোভাবে তুলে ধরা হত তবে আরো ভালো হত৷ খবরটির মান আমি বুঝাতে চেয়েছি, সত্যি ভেগানরা কতটা সুস্থ থাকে৷ এই বিষয়গুলো আশা উচিত ছিল৷ মিথুন, বাংলাদেশ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক