1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজিমপুর থেকে গাবতলী যেতে লাগবে ১১ মিনিট!

২৪ মার্চ ২০১১

ঢাকার আজ সবগুলো সংবাদপত্রেই বেশ গুরুত্ব পেয়েছে লিবিয়ার পরিস্থিতি৷ পাশাপাশি প্রথম পাতায় রয়েছে ক্রিকেট বিশ্বকাপের খবরাখবর৷ এর বাইরেও পত্রিকাগুলো বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছে গুরুত্বের সঙ্গে৷

https://p.dw.com/p/10gYa
ঢাকার যানজটছবি: picture-alliance/ dpa

লিবিয়ার পরিস্থিতি

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির দেওয়া গতকালের বক্তব্য প্রায় সবগুলো সংবাদ পত্রই আজ গুরুত্ব দিয়ে ছেপেছে৷ কালের কন্ঠ, মানবজমিন, যুগান্তর ও সমকাল পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে আজ গাদ্দাফির বক্তব্য৷ এছাড়া লিবিয়াতে পশ্চিমা দেশগুলোর যৌথ বাহিনীর সামরিক অভিযানের নানা খবরও স্থান পেয়েছে প্রতিবেদনগুলোতে৷

বিশ্বকাপ ক্রিকেট

মঙ্গলবার পাকিস্তান কোয়ার্টার ফাইনালে যেভাবে ১০ উইকেটের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল তার বিস্তারিত খবরাখবর নিয়ে একাধিক প্রতিবেদন দেখা যাচ্ছে পত্রিকাগুলোতে৷ প্রথম আলোর শিরোনাম ওয়েস্ট ইন্ডিজকে প্রাপ্যটা বুঝিয়ে দিল পাকিস্তান৷ কারণ ১৯৯২ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হেরেছিল তখনকার ইমরানের খানের দল৷ এছাড়া আজকের ইংল্যান্ড-ভারত ম্যাচ নিয়েও প্রতিবেদন দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে৷

যানজট কমাতে নতুন পরিকল্পনা

আজিমপুর থেকে গাবতলী যেতে লাগবে মাত্র ১১ মিনিট৷ খবরটি আজ মূল সংবাদ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের৷ পত্রিকাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে সরকার ৭৭৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে যার মাধ্যমে রাজধানীর আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত বেশ কিছু উড়াল সড়ক এবং আন্ডারপাস নির্মাণ করা হবে৷ এর ফলে রাজধানীর যানজট অনেক কমবে৷ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এই প্রকল্পের প্রস্তাবটি এই মুহুর্তে পরিকল্পনা মন্ত্রণালয় খতিয়ে দেখছে৷ এছাড়া লোডশেডিং এর যন্ত্রণা নিয়ে আজ প্রধান শিরোনাম করেছে ইত্তেফাক৷

গ্রন্থনা: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস