1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ ক্যালিপসো বনাম পেশাদারিত্ব

২৪ ফেব্রুয়ারি ২০১১

আস্তে আস্তে জমে উঠছে ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ৷ আজ দিল্লীতে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ম্যাচ৷ আর আগামীকাল ঢাকায় বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের সঙ্গে৷

https://p.dw.com/p/10Oa1

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘুর্নির ঘুঁটি বাংলাদেশের

বাংলাদেশ দলের বেশ সুনাম রয়েছে স্পিন বোলিং-এ, বিশেষ করে দেশের মাটিতে বোলারদের উপরই ভরসা খানিকটা বেশি করছে স্বাগতিকরা৷ বিপক্ষ মহলে বাংলাদেশের স্পিন বোলারদের নাম নিয়ে বেশ আলোচনা রয়েছে, এমনকি তাদের বিরুদ্ধে বিভিন্ন কৌশল বিশ্লেষণও করছে বিপক্ষদলগুলো৷ তো, আগামীকাল শুক্রবার বাংলাদেশের অন্যতম ঘুঁটি তাই অবশ্যই স্পিন বোলিং৷ লক্ষ্য একটাই, ঘূর্ণি জাদুতে আয়ারল্যান্ডকে বধ করা৷ তাছাড়া দেশের মাটিতে খেলা হওয়ায় বাড়তি সমর্থনের সুবিধা তো আছেই৷

দিল্লীতে আজ মুখোমুখি ক্যালিপসো ক্রিকেট বনাম পেশাদার দক্ষিণ আফ্রিকা

এই খেলাটা হতে চলেছে নিঃসন্দেহে উত্তেজক৷ উত্তেজক, কারণ একদিকে পেশাদারিত্বের নিদর্শন স্বরূপ দক্ষিণ আফ্রিকা দল এবারের বিশ্বকাপে কিছু একটা করে দেখাতে বদ্ধপরিকর, অন্যদিকে আবার ক্ষয়ে যাওয়ার দুঃস্বপ্ন কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ চায় নিজেদের প্রমাণ করতে৷ আর খেলাটা যেখানে হচ্ছে, সেই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটাও মনে রাখার মত জায়গা ক্রিকেট ইতিহাসের দিকে তাকালে৷

কোটলা কেন মনে রাখার মত স্টেডিয়াম

মনে রাখার মত, বিশেষ করে পিচের দিকে তাকালে৷ এই সেই কোটলা যেখানে অনিল কুম্বলে একাই দশ উইকেট নিয়েছিলেন৷ কোটলার পিচ নাকি সবচেয়ে রহস্যময়৷ ক্রিকেট মহল সেরকমই বলে থাকে৷ তো, সেই রহস্যময় পিচের কোটলায় আজকের খেলায় কোনদিকে ক্রিকেট ভাগ্য টাল খাবে, সেটাই দেখার বিষয়৷ যদিও আইসিসি-র প্রধান পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসনের মতে, কোটলার পিচের ঘাস উঠে গিয়ে বল অন্যরকম চেহারা নেয় অন্তত দুদিন পরে৷ টেস্ট খেলায় এমন বহুবার হয়েছে৷ কিন্তু, এই খেলা তো মোট ১০০ ওভারের৷ তার মধ্যে হয়তো বিশেষ কোন অঘটন ঘটবে না৷ দেখা যাক, শেষ পর্যন্ত কী হয় আজ কোটলায়৷ পেশাদার দক্ষিণ আফ্রিকা নাকি ক্যালিপসো নাচের ওয়েস্ট ইন্ডিজ কে জেতে! তবে দুই দলের কেউই প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না৷ ফলে খেলাটা হবে দারুণ উত্তেজনাপূর্ণ৷৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম