আজ চতুর্থ বার্ষিকী | পাঠক ভাবনা | DW | 29.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আজ চতুর্থ বার্ষিকী

২০০৬-এর ২৯ অক্টোবর শুরু হয়েছিলো রাতে প্রথম বাংলা অনুষ্ঠান৷ আজ রাতের অনুষ্ঠানের চতুর্থ বার্ষিকী৷

এই শুভ সন্ধ্যায় ডয়চে ভেলে পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা৷ চৈতালী, ডা.সিদ্ধার্থ ও সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান নিয়মিত শোনার চেষ্টা করি এবং এ অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ আমি ২০১০ সালের বিশেষ ধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং বেশ কয়েকটি এসএমএস পাঠিয়েছি৷ আমার এসএমএস আপনারা পেয়েছেন কিনা তা আমি জানিনা৷ মো:তারিকুজ্জামান উজ্জল, বড়বাড়িয়া, আজমপুর,মিরপুর,কুষ্টিয়া,বাংলাদেশ৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশ্বসংবাদ, ফিচারপর্ব, খেলার খবর সবই আমার ভালো লাগে৷ মশিউর রহমান, যাদুর ঘাট, নিলফামারী৷

আমি এবং আমাদের ক্লাবের সকলে নিয়মিতভাবে সকাল ও রাতের অনুষ্ঠান শুনছি৷ ক্লাব বৈঠকে নিয়মিত অনুষ্ঠান নিয়ে মত বিনিময় চলছে৷ সকলের প্রায় একই মত , ডয়চেভেলের বাংলা অনুষ্ঠান অত্যন্ত উচ্চমানের , বিশাল তথ্যের ভান্ডার যা বর্তমান বিশ্বের সঙ্গে মানানসই৷ ডয়চেভেলের অনুষ্ঠান আমাদের মনের অনুষ্ঠান , আমাদের প্রাণের

অনুষ্ঠান৷ বর্তমানের নতুন ধারা এফএম আঙ্গিকে সাজানো অনুষ্ঠান খুব  ভালো লাগছে৷ বিশ্ব সংবাদ, চলতি ঘটনার উপর  প্রতিবেদন ও বিশ্লেষণ এবংবিভিন্ন স্বাদের গান এবং খেলার খবর আমাদের মুগ্ধ করছে৷ অনেক অজানা তথ্য জানতে পারছি৷প্রতিটি বিষয় আমরা দারুণভাবে উপভোগ করি৷ বর্তমানে অনুষ্ঠানের শ্রবণমান খুবই ভালো৷ আপনাদের ওয়েবসাইটের তুলনা হয়না৷ সংকৃতি, খেলা,বিনোদন, চলতি ঘটনা,  বিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ে রয়েছে বস্তুনিষ্ঠ ও তথ্যপূর্ণ প্রতিবেদন এবং পডকাস্ট৷ যা নেই রেডিওতে, তা আছে এই ওয়েবসাইটে৷ মাঝে মাঝে অনুষ্ঠানে আমাদের এসএমএস , চিঠি বা ইমেলের উত্তর পেলে খুব খুশি হবো৷ শুভেচ্ছা সহ, মোঃ হাফিজুর রহমান, চুপী, পূর্বস্থলী, বর্ধমান, ভারত৷

ভেঙে যাচ্ছে একটা বৃহৎ শ্রোতা সংসার৷ কত সুগঠিত ও আন্তরিকতাপূর্ণ দেশি বিদেশি শ্রোতাবন্ধুদের এই ইথারে মিলন সংগঠনটি শর্টওয়েভ বন্ধ হওয়ার কারণে আজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন৷ ডয়চে ভেলেকে কেন্দ্র করে ভারতের দিল্লি, কোলকাতা, হুগলী, দিনাজপুর, মুর্শিদাবাদসহ বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে ছড়িয়ে থাকা বিভিন্ন শ্রোতাক্লাবের সাথে যে আত্মিক বন্ধন রয়েছে সেটি আজ ধ্বংসের পথে৷ আগামী ইনবক্সে এসম্পর্কে আপনাদের বক্তব্য কামনা করি৷ডাঃ বিকাশ ও মায়া রাণী, কপিলমুনি, খুলনা, বাংলাদেশ৷

বাংলা অনুষ্ঠান আর শর্টওয়েভে শোনা যাবেনা জেনে এক পরম আত্মীয় হারানোর দুঃখ পেলাম৷ অয়ন চক্রবর্তী, বর্ধমান, ভারত৷

দীর্ঘ ৩৫ বছর আগে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান নিরপেক্ষ সংবাদ প্রচারের লক্ষ্যে অভিন্ন উপস্থাপনার মাধ্যমে পথ চলা শুরু করে আজও সময়ের সাথে সবচেয়ে এগিয়ে রয়েছে৷ ডয়চে ভেলের এই পথচলা অব্যাহত থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে৷ এসএম শাহাদাৎ, গাবতালো, বগুড়া, বাংলাদেশ৷

আমি একজন ছাত্র এবং নিয়মিত ডয়চে ভেলের অনুষ্ঠান শোনার চেষ্টা করি৷ ডয়চে ভেলের আমার সব চেয়ে প্রিয় বেতার অনুষ্ঠান৷ ডয়চে ভেলে আমার বন্ধু, বিনোদন এবং জ্ঞানের সাগর৷ সজল, ভবানীপুর, সুজানগর, পাবনা, বাংলাদেশ৷