1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আটক কিশোরের মৃত্যুদণ্ড হতে পারে

১১ জুন ২০১৯

সৌদি আরবের মুর্তাজা কুরেইরিসের বয়স এখন ১৮৷ তার বয়স যখন ১৩ ছিল, তখন তাকে আটক করা হয়৷ কৌঁসুলিরা তার মৃত্যুদণ্ড চেয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন৷

https://p.dw.com/p/3KB05
Symbolbild - Kindesmissbrauch
ফাইল ফটোছবি: Imago Images/blickwinkel

কুরেইরিসের বিরুদ্ধে ‘সন্ত্রাসী গোষ্ঠী'তে যোগ দেয়া এবং ‘রাষ্ট্রদ্রোহিতার বীজ বপনের' অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং কুরেইরিসের খবর প্রথম প্রচার করা চ্যানেল সিএনএন৷ ২০১৪ সালে কুরেইরিসকে আটক করা হয়৷

তার বিরুদ্ধে আনা অভিযোগের একটিতে বলা হয়েছে, ১০ বছর বয়সে কুরেইরিস বিক্ষোভে অংশ নেয়৷ এছাড়া ১১ বছর বয়সেও সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল বলে আরেকটি অভিযোগ আনা হয়েছে৷ উল্লেখ্য, ২০১১ সালে আরব বসন্তের সময় কুরেইরিসের বড় ভাইয়ের মৃত্যু হলে তাঁর মরদেহ নিয়ে আন্দোলন হয়েছিল৷ কুরেইরিস সেটিতেই অংশ নিয়েছিল বলে অভিযোগ৷

কুরেইরিস শিয়া সম্প্রদায়ের সদস্য৷ ২০১১ সালে আরব বসন্তের সময় সৌদি আরবের শিয়ারা সমানাধিকার ও তেল সম্পদ থেকে পাওয়া অর্থের আরও বড় শেয়ারের দাবিতে বিক্ষোভ করেছিলেন৷ ঐ বিক্ষোভ দমাতে সরকার তখন শক্তি প্রয়োগ করেছিল৷

সৌদি আরবের সন্ত্রাসবাদবিরোধী আদালতে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ১০০-র বেশি শিয়ার বিচার হয়েছে৷ ২০১৬ সালে দেশটির শীর্ষ শিয়া নেতা শেখ নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড দেয়া হয়৷ ঐ ঘটনার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে ভাঙচুর হয়েছে৷ পাকিস্তানেও প্রতিবাদ হয়েছে৷

এদিকে, গত এপ্রিলে সৌদি আরবে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার বেশিরভাগই ছিলেন শিয়া৷ এদের মধ্যে এক তরুণও ছিলেন, যাকে ১৬ বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছিল৷

সিএনএন জানিয়েছে, ২০১৮ সালে কৌঁসুলিরা কুরেইরিসের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেন৷

তার বাবা ও ভাইও আটক আছেন বলে জানিয়েছে সিএনএন৷

এদিকে, অ্যাক্টিভিস্টদের অভিযোগ, ভয় দেখিয়ে কুরেইরিসের স্বীকারোক্তি আদায় করা হয়েছে৷

জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য মামলার মতো সৌদি আরব কুরেইরিসের মামলা নিয়েও কোনো মন্তব্য করেনি৷

জেডএইচ/কেএম (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য