1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আতঙ্কে ঢাকাবাসী

৬ জুন ২০১০

একদিকে বাড়ি ধসা, অন্যদিকে অগ্নিকাণ্ড৷ গত কয়েকদিনে এই দুই ঘটনা কেড়ে নিয়েছে শতাধিক তাজা প্রাণ৷ তার ওপরে আরো বাড়ি হেলে পড়ার খবর শোনা যাচ্ছে৷ স্বভাবতই এত বিপর্যয়ে আতঙ্কিত ঢাকাবাসী৷

https://p.dw.com/p/NjBc
ঢাকায় ছয়মাসে ৮১৮ অগ্নিকান্ড (ফাইল ফটো)ছবি: AP

অগ্নিকান্ড, ধস

এই মুহূর্তে ঢাকা শহরের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে৷ আতঙ্ক অগ্নিকাণ্ডের, আতঙ্ক ভবন ধসের৷ দৈনিক ইত্তেফাক এই বিষয়টি নিয়ে শিরোনাম করেছে, ‘‘বহুতল ভবন, আতঙ্কে ঢাকাবাসী''৷ পত্রিকাটির দাবি, একের পর এক ভবন ধস আর হেলে পড়ার কারণে উদ্বিগ্ন রাজধানীর বহুতল ভবনের বাসিন্দারা৷ বর্তমানে কোন বহুতল ভবনকেই আর নিরাপদ মনে করছে না তারা৷ দৈনিক সমকালও একইধরণের এক প্রতিবেদন প্রকাশ করেছে, শিরোনাম ‘‘আতঙ্ক''৷ ভবন ধস বা হেলে পড়া ছাড়াও পুরানো ঢাকায় সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে জনমনে আতঙ্ক বিরাজ করছে৷ প্রতিবেদনে এই বিষয়টিকেই ফুটিয়ে তুলেছে সমকাল৷

ছয়মাসে ৮১৮ অগ্নিকান্ড

দৈনিক প্রথম আলো অগ্নিকাণ্ডের তথ্য উপাত্ত নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘‘ছয়মাসে রাজধানীতে ৮১৮টি অগ্নিকাণ্ড''৷ গত ছয়মাসে ঢাকায় এসব অগ্নিকাণ্ডে মারা গেছে ১২১ জন৷ এরমধ্যে শুধু নিমতলিতেই ৩ জুন প্রাণ হারান ১১৭ জন৷ প্রথম আলো জানাচ্ছে, ২০০৯ সালে ঢাকায় মোট অগ্নিকাণ্ড ঘটেছিল ১,৩৮৪টি৷ আর গত দশ বছরে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়৷

ছাত্রী নিহত

অনলাইন পত্রিকা বিডিনিউজটোয়িন্টফোর ডট কম শিরোনাম করেছে, ‘‘খিলগাঁওয়ে বাসচাপায় ছাত্রী নিহত''৷ শনিবার দুপুর ৩ টায় সিদ্ধেশ্বরী মহিলা কলেজের শিক্ষার্থী কামরুন নাহার যুথি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহন হন৷ এরপর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷ এই খবরটি বেশ ফলাও করে ছেপেছে প্রায় সব পত্রিকা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী