1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তঃদেশীয় বিচারে ভিডিও কনফারেন্স

২৪ জুন ২০১৮

নিজের দেশে নিরাপদে বসেই নেহা মালদার তাঁকে জোর করে যৌন ব্যবসায় বাধ্যকারীদের শনাক্ত করেছিলেন৷ মানবপাচারের সাথে জড়িত ওই ব্যক্তিরা ছিলেন ভারতে৷ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নেহা তাদের শনাক্ত করেছিলেন৷

https://p.dw.com/p/306BX
Indien Prostitution Prostituierte und Kunde
ছবি: AP

নেহার বাড়ি যশোরে৷ সেখান থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে  ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বইয়ে ওই ব্যক্তিকে শনাক্ত করেছিলেন নেহা৷ যশোর মানবপাচারের অন্যতম প্রধান রুট৷

নেহা বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি ভিডিওতে আমাকে পাচার করা ব্যক্তিদের দেখেছি, এবং তাদের শনাক্ত করতে মোটেও ভয় পাইনি৷ আমি নিশ্চিত ছিলাম বারের পেছনেই তাদের দেখতে পাবো৷''

নেহা যশোরেই একটি বিউটি পার্লার চালান এখন৷ অথচ তাকে যখন ভারতের যৌনপল্লী থেকে উদ্ধার করা হয়েছিল, তখন তিনি  পাচারকারীদের শনাক্ত করতে ভীত ছিলেন৷ এমনকি ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীকে মিথ্যাও বলেছেন, পাছে আবারও পাচারকারীরা ক্ষতি করে সেই ভয়ে, পাশাপাশি বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কথা চিন্তা করে৷

মানবপাচারকারীরা কাজের নানা রকম প্রলোভন দেখিয়ে বাংলাদেশ ও নেপালে গরিব পরিবারের মেয়েদের ভারতে নিয়ে যায়৷ পরে যৌন ব্যবসায় জড়াতে বাধ্য করে৷

জোর করে যৌন ব্যবসায়ে জড়ানোর পেছনে যারা আছে, তাদের শনাক্ত করতে ভিডিও কনফারেন্সিং-এর সাহায্য নেওয়া একটি যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সেবাকর্মীরা৷

মানবপাচার প্রতিরোধে কাজ করা সেবাকর্মীরা বলছেন, এর ফলে অপরাধীরা সহজেই সাজা পাবেন এবং তাদের শনাক্ত করা সম্ভব হবে৷ ২০১৬ সালে এরকম এক অপরাধীকেই ধরে কারাগারে পাঠানো হয়েছিল৷  তখন ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমেই অপরাধীকে আদালতের সামনে শনাক্ত করার প্রক্রিয়া চলেছিল৷

এ ধরনের অপরাধের বিচার হয় মূলত ভারতের আদালতেই৷ তার মানে হচ্ছে অভিযোগকারীকে বিচার চলাকালীন দীর্ঘ সময় সেদেশেই নিরাপত্তা হেফাজতে থাকতে হয়৷

জোর করে যৌন ব্যবসায় জড়িত হয়েছেন, এমন ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছে ভারতের দাতব্য সেবা প্রতিষ্ঠান রেসকিউ ফাউন্ডেশন৷ সংস্থাটির কৌঁসুলী শাইনি পাডিয়ারা বলেন, ‘‘উদ্ধারের পর ভুক্তভোগীরা সবসময়ই তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে উতলা হয়ে দেশে ফিরতে চান এবং অপরাধীদের শনাক্তের জন্য আর কখনোই ফেরত আসেন না৷''

তিনি জানান, ভিডিও কনফারেন্সিং এই প্রক্রিয়া সহজ করেছে৷ অপরাধী সনাক্ত এবং ভুক্তভোগীদের বয়ান নিতে আরও অন্তত ১০টি এমন ঘটনায় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সিং করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে৷

তিনি বলেন, ‘‘ভিডিও কনফারেন্সিং-এর এই ব্যাপারটি পুরোদমে চালু হলে অপরাধীদের বেকসুর খালাস পাওয়ার হার অনেক কমে যাবে৷''

তাছাড়া ঘণ্টার পর ঘণ্টা জেরা করে ভুক্তভোগীদের অপরাধী পক্ষের উকিল যে নাজেহাল করেন, তার পরিমাণও কমে আসবে৷ যেমনটি মালদারের ক্ষেত্রে হয়েছিল, বিরোধী উকিলের তিন ঘণ্টা জেরায় অতিষ্ঠ হয়েই এক সময় তিনি নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা বলেছিলেন৷

মাগুড়ার তারা খোকন মিয়া, তার ২৭ বছর বয়সি মেয়েকে প্রস্তুত করছেন ঢাকায় বসে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভারতে সাক্ষী দেওয়ার জন্য৷

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি আমার মেয়েকে চিরজীবনের জন্য হারিয়েই ফেলেছিলাম৷''

খোকন মিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী৷ ভারতে কাজের প্রলোভন দেখিয়ে তাকে পাচার করা হয়৷ সেখানে একবছর আটকে রেখে তার ওপর চলে নির্যাতন, ধর্ষণ এবং মারধর৷ প্রায় এক বছর পরে উদ্ধার হয় মেয়েটি৷

খোকন মিয়া বলেন, ‘‘তারা যা করেছে ক্ষমার অযোগ্য৷''

এ ঘটনার আইনি প্রক্রিয়া ২০১৩ সাল থেকে চলছে৷ যশোরের একটি সমাজসেবা সংগঠন এ ব্যাপারে সহায়তা করছে৷ সবচেয়ে ভালো দিক হলো মেয়েটির সাথে তাঁর পরিবার সহযোগিতা করছে৷

ভারত বাংলাদেশের সাথে ২০১৫ সালে এবং নেপালের সাথে ২০১৭ সালে মানবপাচারের অপরাধগুলোর দ্রুত বিচার নিয়ে চুক্তি করে৷

যশোরের বিচারক কে এম মামুন বলেন, ‘‘ভিডিও কনফারেন্সিং-এর প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ৷ আমি সাধারণত উপস্থিত থাকি এবং ভুক্তভোগীরা খুব সহজেই অপরাধীদের শনাক্ত করতে পারে৷''

পুরো প্রক্রিয়াটি গোপনে চলে বলে ভুক্তভোগীরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন৷

তবে ভিডিও কনফারেন্সিং করে এরকম বিচারের একটি সমস্যা হলো ইন্টারনেট সংযোগের দুর্বল অবস্থা৷ মাঝে মাঝেই সংযোগ দুর্বল হলে দু'দেশের মধ্যে এটি বন্ধ হয়ে যায়৷

অধিকার নিয়ে কাজ করে এরকম একটি সংগঠন রাইটস৷ তাঁরা বিচারে প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছেন৷ তার প্রধান বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, কোনো কোনো সময় ইন্টারনেট সংযোগ খুব খারাপ থাকে এবং শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্যেই বন্ধ হয়ে যায়৷'' তবে এটি কাটিয়ে উঠতে পারলে ভিডিও কনফারেন্সিং বিচারের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হতে পারে৷

২০১০ সালে প্রযুক্তি ও ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে স্বাতী চৌহান বিচারক হিসেবে প্রথম এ ধরনের একটি মামলার রায় দেন৷ তিনি বলেন, ‘‘ভুক্তভোগীরা এ সব ক্ষেত্রে মানসিক ট্রমায় ভোগেন৷ তারা অনেক সময়ই পাচারকারীদের মুখোমুখি হতে চান না৷ তার মানে এই নয় তারা পাচারকারীদের শাস্তি চান না৷''

‘‘একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালানো যদিও সহজ নয়৷ কেননা অনেকগুলো সরকারি বিভাগ এবং দু'দেশের মধ্যে সমন্বয় করতে হয়৷ তবে এটিই ভবিষ্যতে অনেক ন্যায়বিচারের মাধ্যম হয়ে উঠতে পারে৷''

অনুরুদ্ধ নাগারাজ/এইচআই

প্রতিবেদনটি কেমন লাগলো বন্ধু? জানান নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য