1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

২৭ জুলাই ২০১০

বিডি নিউজ টুয়েন্টি ফোর, প্রথমআলো, ইত্তেফাক, ডেইলি স্টারসহ আজকের প্রায় সবগুলো পত্রিকার শিরোনামেই উঠে এসেছে জামায়াতের চার নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরটি৷

https://p.dw.com/p/OVHb
জামায়েতের চার নেতাছবি: Harun Ur Rashid Swapan

পরোয়ানা জারির আদেশ কার্যকর হয়েছে কিনা, তা ২ আগস্ট ট্রাইব্যুনালকে অবহিত করতেও বলা হয় আদেশে৷ ৩৯ বছর আগে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জন্যে সরকার গত ২৫ মার্চ তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করে৷ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ আর এর মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হলো৷

ভোলায় বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত

জোয়ারের পানির তোড়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সোমবার ভেঙে গেছে৷ আর এতে দুইটি উপজেলার অন্তত দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে৷ অনেকের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে, তারা মালামাল ও গবাদি পশু নিয়ে রাস্তা ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে৷

উড়াল সেতু নির্মাণে জালিয়াতির অভিযোগ

বিডি নিউজ টুয়েন্টি ফোর- এর খবরে বলা হয়েছে, যাত্রাবাড়ি-গুলিস্তান উড়াল সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান বেলহাসা এককম আ্যাসোসিয়েটস লিমিটেডের গঠনতন্ত্র অবৈধ দাবি করে ঢাকার একটি আদালতে মামলা করেছে প্রতিষ্ঠানটির দুবাই ভিত্তিক অংশীদার বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনট্রাকটিং কোম্পানি৷ ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম স্বাক্ষর জাল করে নতুন প্রতিষ্ঠান গঠন করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে৷

শবেবরাতে পটকা ফাটানো নিষিদ্ধ

আজ শবেবরাত৷ তাই আগে থেকেই এদিন পটকা ফাটানো ও বহন নিষিদ্ধ করা হয়েছে৷ শুধু পটকা না৷ সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আতশ ও পটকাসহ যাবতীয় বিস্ফোরকদ্রব্য বহন ও ফাটানো নিষিদ্ধ করা হয়েছে৷ শবেবরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে এই নির্দেশ দেয়া হয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই