আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল | পাঠক ভাবনা | DW | 10.02.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল

শরীর ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান 'হেলথ লাইন এ সপ্তাহের আয়োজনে আয়োজনে পাগলামির বিজ্ঞানসন্মত ব্যাখ্যা এবং ...

প্রতিভাবান ও সৃজনশীল মানুষের সাথে এর সম্পর্ক, শতায়ু লাভের স্বপ্ন পূরণের উপায়, চিকিত্সা জগতের টুকরো খবর দিয়ে সাজানো পুরো পরিবেশনাটি বেশ তথ্যপূর্ণ ছিল৷

গ্রাফিটি শিল্পকলার জন্য বার্লিনের যে এতো খ্যাতি তা এ সপ্তাহের নন্দন পরিবেশনাটি শুনে জানতে পারলাম৷ বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল বার্লিনালে এবং বার্লিনে আয়োজিত গ্রাফিটি আর্ট প্রদর্শনী নিয়ে একটি সর্বাঙ্গসুন্দর ও চিত্তাকর্ষক উপস্থাপনা উপহার পেয়ে ধন্য হলাম৷ আর এই জন্যই তো ডয়চে ভেলের অনুষ্ঠান শুনবার জন্য ব্যাকুল হয়ে থাকি৷ সুমিত চক্রবর্তী, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ৷

এ সপ্তাহের নন্দন অনুষ্ঠানটি ছিলো গ্রাফিটি আর্টস নিয়ে ব্যতিক্রমী এবং বৈচিত্রময় বিষয় সমৃদ্ধ এক অনন্য পরিবেশনা৷ অত্যন্ত ভাল লাগলো অনুষ্ঠানটি৷ গ্রাফিটি আর্টস সম্পর্কে বহু শ্রোতাই প্রথমবারের মত এত সুন্দর তথ্য পেলো৷ ধন্যবাদ তথ্য বহুল এই সুন্দর অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য৷ মোঃ মোস্তফা কামাল,ওয়ার্ল্ড রেডিও লিসনার্স নেটওয়ার্ক-বাংলাদেশ, নর্থ কাফরুল, ঢাকা, বাংলাদেশ৷

হেল্থলাইন একটি উপকারী পরিবেশনা৷ এই পরিবেশনা থেকে এমন কিছু জানা যাচ্ছে যা থেকে আমরা স্বাস্হ্য বিষয়ে সচেতন হচ্ছি, উপকার পাচ্ছি৷ কানন রানী টিকাদার, ভয়েস অব জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷