আন্তর্জাতিক সাহিত্য উত্সব | পাঠক ভাবনা | DW | 16.03.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আন্তর্জাতিক সাহিত্য উত্সব

এ সপ্তাহের নন্দন পর্বে ইউরোপের সবচেয়ে বড় আন্তর্জাতিক সাহিত্য উত্সব লিট কোলন নিয়ে একটি সুন্দর প্রতিবেদন শুনলাম৷ আশা ...

করা যায় যে এই ধরণের একটি উত্সব ক্ষমতা ও রাজনীতি থেকে দূরে থাকবে এবং সাহিত্যের গন্ডীর মধ্যেই সীমাবদ্ধ থেকে সাহিত্যের ধারাকে এগিয়ে নিয়ে যাবে৷ ভীষণ ভালো লাগলো একটি আয়োজনটি ৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

লিট কোলন নিয়ে সুন্দর পরিবেশনা এবং বাংলাদেশের শিশু সাহিত্যিক ,একুশে ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখিকা হেলেনা খানের সুন্দর সাক্ষাৎকার ভীষণ ভালো লাগলো৷ এই সুন্দর তথ্যমূলক পরিবেশনাটি উপহার দেবার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার, কুড়িগ্রাম, বাংলাদেশ৷