1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে চায় বিএনপি

২০ নভেম্বর ২০১০

সংসদে গিয়ে অনাস্থা নয়, এরশাদের মতো গণআন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর কথা বলেছেন বিএনপি নেতারা৷ আওয়ামী লীগ নেতারা বলেছেন, জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত বিএনপি বড় কোন আন্দোলন গড়ে তোলার ক্ষমতা রাখেনা৷

https://p.dw.com/p/QELK
Syed Ashraful Islam, government, minister, Bangladesh, আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, মন্ত্রী, সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার বলেন, সরকারের পতন ঘটাতে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে হবে৷ছবি: Samir Kumar Dey

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার বলেছেন, সরকারের পতন ঘটাতে হলে বিরোধী দলকে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে হবে৷ সেই অনাস্থা প্রস্তাব পাশ হলে সরকার সরে যাবে৷ অন্যথায় ৫ বছর পর নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে৷

তাঁর এ বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গায়েশ্বর চন্দ্র রায়৷ তিনি শনিবার তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ নিজেও জানে তাদের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব পাশ করা যাবেনা৷ কারণ সংসদে তাদের আসন ২৫০ এর বেশী৷

গায়েশ্বর চন্দ্র রায় বলেন, গণআন্দোলনের মাধ্যমে এশাদের পতন যদি আইনসম্মত হয় তাহলে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোও আইন সম্মত হবে৷ অনাস্থা প্রস্তাব নয় রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে৷

অন্যদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, গত নির্বাচনে জনগণ বিএপিকে প্রত্যাখ্যান করেছে৷ তাদের পক্ষে বড় কোন আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না৷ জনগণকে সঙ্গে নিয়ে হরতালের রাজনীতি প্রত্যাখ্যান করা হবে৷

মহিউদ্দিন খান আলমগীর বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য মহাজোটের শরিকদের মধ্যে আলাপ আলোচনা চলছে৷ প্রয়োজনে আনুষ্ঠানিক বৈঠকে বসবে মহাজোট৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই